E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

২০১৪ জুলাই ২৭ ১৪:৫১:৪৯
কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুরের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে গমের টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিলগাথুয়া গ্রামের ইউপি সদস্য আবুল কালাম ওরফে কালাম মেম্বর টিআর প্রকল্পের ২ মেট্রিক টন গম রাস্তা সংস্কার বাবদ বরাদ্দ নিয়ে কাজ না করে সরকারি বরাদ্দের সব অর্থ আত্মসাৎ করে।

এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান ফড়িংয়ের সাথে কালাম মেম্বরের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে উভয় পক্ষের ৩০-৩৫ জন দেশীয় ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টাধাওয়া শুরু করে।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় গোলাম বিশ্বাস (৬০), লওয়াব আলী (৫২), সকুল (৩২) লালান (২৫), ইন্তাদুল (৪০) ও হোসেন আলীকে (২৩) দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার ওবাইদুর রহমান জানান, আধিপত্য বিস্তার ও গমের টাকা ভাগভাগি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(ওএস/এটিঅার/জুলাই ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test