E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরে ভিজিএফের চালসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

২০১৯ মে ৩০ ২২:৩৫:১৩
রংপুরে ভিজিএফের চালসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

মানিক সরকার মানিক, রংপুর : বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা অবধি রংপুরের সদ্যপুষ্করণী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দু:স্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৮’শ বস্তা চালসহ সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহেল রানা ব্যবসায়ী আনছারুল ইসলাম ও নয়ন এবং অটো চালককে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। রাতে সদর উপজেলার পালিচড়া এবং সদ্য পুষ্করণী ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এসব উদ্ধার ও আটক করা হয়। বর্তমানে গ্রেফতারকৃতরা সকলেই জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে রয়েছে।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব ১৩ তাদের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক মোজাম্মেল হক জানান, বুধবার সন্ধ্যায় তাজহাট থানা পুলিশের একটি দল ভিজিএফের ২১ বস্তা চাল নিয়ে যাবার সময় দর্শনা এলাকা থেকে এক অটোচালকসহ অপর একজনকে আটক করে। এরই সূত্র ধরে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান শুরু করে। এক পর্যায়ে তারা জানতে পারে সদ্য পুষ্করণীর চেয়ারম্যান সোহেল রানা এসব চাল স্টেশন এলাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে।

পরে র‌্যাব অভিযান চালিয়ে রাতেই সদ্য পুষ্করণী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা এবং চাল ব্যবসায়ী আনসারুল ইসলামকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে ওই ইউনিয়নের পালিচড়া এলাকার বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে মোট ৭৮৯ বস্তা চাল উদ্ধার করে।

জানা গেছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে দু:স্থদের জন্য সরকার থেকে জনপ্রতি ১৫ কেজি করে চাল বরাদ্দ দেয়। বুধবার দিনভর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের প্রায় ৬হাজার ৩শ’ সুবিধাভোগীর মাঝে বিতরণের জন্য গত মঙ্গলবার ৩ হাজার ১৪৫ বস্তা চাল ইউনিয়ন পরিষদে আনা হয়। বুধবার ওই চাল বিতরণ শেষে চেয়ারম্যান পরবর্তীতে চাল দেয়া হবে বলে চলে যান। এদিকে দীর্ঘ সময় অপেক্ষা করেও চাল না পেয়ে দু:স্থরা সেখানে বিক্ষোভ করতে থাকে। এদিকে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। সন্ধ্যায় তাজহাট থানা পুলিশ প্রথমে ২১ বস্তা চালসহ দর্শণা থেকে এক অটোচালকসহ অপর একজনকে আটক করে পুলিশ।

এদিকে সরকার ঘোষিত ১ হাজার ৪০ টাকা মন দরে ধান ক্রয়ের দাবিতে রংপুর দিনাজপুর মহাসড়কের পাগলাপীর নামক স্থানে রংপুর-দিনাজপুর মহাসড়ক ও বুড়িমারী স্থলবন্দর সড়ক অবরোধ করে মানব বন্ধন করেছে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ পরিষদ। অবরোধকারীরা হাটে হাটে ক্রয় ক্রেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান। দুপুরে পাগলাপীর চৌরাস্তা মোড়ে কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে বলা হয় মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফসল আবাদ করেও দাম পায় না। অথচ সরকার দলীয় লোকজন কৃষক সেজে সরকারী গুদামগুলোতে ধান দিচ্ছে।

(এম/এসপি/মে ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test