E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হামলাকারীরা জামিনে বেড়িয়ে আন্দোলনরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে

২০১৯ মে ৩১ ১৭:৪৪:৪৬
হামলাকারীরা জামিনে বেড়িয়ে আন্দোলনরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে

জামালপুর প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনকালে কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর উপর হামলাকারীরা জামিনে বেড়িয়ে সাংবাদিক মোস্তফা মনজুসহ আন্দোলনরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে বক্তব্যে সাংবাদিক নেতারা এ দাবী করেন। কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তফা মনজুর উপর হামলাকারী ভুমিদস্যু কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর প্রেসক্লাবের  সাংবাদিকরা।

শহরের বোষপাড়ায় জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে শুক্রবার সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান, জনকন্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের সম্পাদক নুরুল হক জঙ্গি, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, সংবাদের সাংবাদিক শুশান্ত কানু, ইউএনবি’র সাংবাদিক বজলুর রহমান, আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারী, বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ জার্ণালের সাংবাদিক শওকত জামান, সংবাদ প্রতিদিনের সংবাদিক আনোয়ার হোসেন, বৈশাখী টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু পেশাগত দায়িত্বপালনকালে ভুমিদস্যু ও রেজেষ্ট্রি অফিসের সিন্ডিকেটের হোতা কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে হামলাকারীদের বিরুদ্ধে মামলার ৩দিনেও গ্রেফতারে পুলিশ গড়িমসি করে। আদালত থেকে জামিনে বের হয়ে সন্ত্রাসীরা সাংবাদিক মোস্তফা মনজুসহ সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। জামালপুরে কর্মরত সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

সাংবাদিকদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক হামলাকারী হাসানুজ্জামান খান রুনুর ভেন্ডারের লাইসেন্স বাতিল, দৃষ্টান্তমুলক শাস্তির দাবী, ভুমিদস্যুতায় সর্বশান্ত মানুষের জমি ফিরিয়ে দেয়া ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যার্থ সুপার দেলোয়ার হোসেনকে প্রত্যাহেরর দাবী করেন।

উল্লেখ্য, গত ২৮ মে মঙ্গলবার জামালপুর সাব-রেজেষ্ট্রি অফিসে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর উপর একদল ভ’মিদস্যু নগ্ন হামলা চালিয়ে মারাত্বক ভাবে আহত করে। এ ঘটনায় রাতেই মোস্তফা মনজু বাদী হয়ে ষ্ট্যাম ভেন্ডার হাসানুজ্জামান খান রুনুকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

(আরআর/এসপি/মে ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test