E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধর্মের নামে যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরকে প্রত্যাখ্যান করুন : অসীম উকিল

২০১৯ জুন ০১ ২৩:৪৯:১৬
ধর্মের নামে যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরকে প্রত্যাখ্যান করুন : অসীম উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল বলেছেন, ধর্মের মূল কথা হলো নিজের ধর্ম সঠিক ভাবে পালন করা এবং অন্য ধর্মালম্বীদের কাজে বাঁধার সৃষ্টি না করা। তিনি বলেন, যারা ধর্মের লেবাসে বোমা মেরে মানুষ হত্য করে তাদেরকে প্রত্যাখ্যান করুন।

অসীম কুমার উকিল বলেন, এই বাংলাদেশকে দূর্নীতিমূক্ত ও শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে সকলকে। তিনি রমজানের এই সুন্দর্য্যতার কথা উল্লেখ করে বলেন, ধনী গরীব সবাই মিলে একসাথে বসে ইফতার করার আনন্দই আলাদা। এতে সস্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মেলবন্ধনের সৃষ্টি হয়।

আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইফতারে অংশ নেয়ায় তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আসুন সবাই মিলে নতুন প্রজন্মের বাসযোগ্য একটি সুন্দর কেন্দুয়া গড়ার লক্ষে মাদক নির্মূলে সকলেই ঐক্যবদ্ধ হই। কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনাসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক অপু উকিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম, এডভোকেট আব্দুল কাদির ভূঞা, নূর খান মিঠু, মোঃ আসাদুল হক ভূঞা ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূরুল আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী ও কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুল হাসান ভূঞা।

(এসবি/এসপি/জুন ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test