E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি ও জিএম’র আশ্বাসে

পবিস-১ এর বিক্ষুব্ধ লাইনম্যানরা কর্মস্থলে ফিরেছে

২০১৪ জুলাই ২৭ ১৫:৪৭:৫৭
পবিস-১ এর বিক্ষুব্ধ লাইনম্যানরা কর্মস্থলে ফিরেছে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : স্থানীয় সংসদ সদস্য ও জেনারেল ম্যানেজারের আশ্বাসের প্রেক্ষিতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর বিক্ষুব্ধ লাইনম্যানদের সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে লাইনম্যানরা তাদের কর্মস্থলে ফিরে কাজ শুরু করেছেন। দাশুড়িয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এ টি এম তরিকুল ইসলামের অনিয়ম-দূর্নীতি এবং ৩১ জন লাইনম্যানকে কারণ দর্শানো নোটিশ জারীর প্রতিবাদে গত ২৪ জুলাই কর্মবিরতি পালন ও মানববন্ধন কর্মসূচী পালন করেন লাইনম্যানরা। কর্মসূচী পালন শেষে হেড অফিস চত্বরেই অবস্থান করেন লাইনম্যানরা। কিন্তু সমিতির পক্ষ থেকে কোনো সুরাহার আশ্বাস দেওয়া হয়না তাদের। বিষয়টি জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য মো. মকবুল হোসেন ওইদিন রাত ৯টার দিকে সমিতিতে গিয়ে কর্মকর্তা ও লাইনম্যানদের সাথে বৈঠকে বসেন। সমিতির রেস্ট হাউজের সামনে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য মকবুল হোসেন, জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল মতীন, এজিএম সহ অন্যান্য কর্মকর্তারা ও লাইনম্যানরা উপস্থিত ছিলেন। বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়।

সেখানে জেনারেল ম্যানেজার আব্দুল মতীন সংসদ সদস্য মকবুল হোসেনকে জানান, লাইনম্যানদের যে শোকজ করা হয়েছে আমার সম্মানের কথা বিবেচনা করে সেই শোকজের জবাব লাইনম্যানরা দেবে। এর প্রেক্ষিতে আমি আর তাদের কোনো শোকজ করবোনা বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবেনা। শোকজের জবাব তাদের ফাইলেও দেওয়া হবেনা। আর সাংসদ মকবুল হোসেন জিএম এর প্রস্তাব লাইনম্যানদের মেনে নেবার আহবান জানান এবং ঈদের পর যে কর্মকর্তার বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ তাকে বদলী করার আশ্বাস দেন। লাইনম্যানরা এসকল প্রস্তাবসহ লাইনম্যান রনি মিয়াকে অষ্টমনিশায় বদলীর বিষয়টি মেনে নেন এবং কাজে যোগ দেবার কথা জানান। এর ফলে সমিতিতে লাইনম্যানদের নিয়ে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ন সমাধান হয়।
প্রসঙ্গত, সমিতির দাশুড়িয়া জোনাল অফিসের আওতায় সম্প্রতি হাবি হাজী শিল্প কারখানার একটি ২৫০ কেভিএ ট্রান্সফরমার নষ্ট হয়। জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম, নিপর) এটিএম তরিকুল ইসলাম গ্রাহকের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সমিতির কাউকে না জানিয়ে ওই নষ্ট ট্রান্সফরমারটি পিডিবির লোক দিয়ে ঈশ্বরদীর একটি ওয়ার্কশপ থেকে মেরামত করে গ্রাহকের কারখানায় পুন:স্থাপন করেন। যা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম বহির্ভূত। পরবর্তীতে ওই ট্রান্সফরমারটির ফিউজ কেটে গেলে লাইনম্যানকে ফিউজটি লাগিয়ে দিতে বলেন এজিএম তরিকুল। লাইনম্যান ফিউজ লাগাতে গিয়ে জানতে পারেন এই ট্রান্সফরমারটি পূর্বের সেই নষ্ট ট্রান্সফরমার।

ফলে লাইনম্যান ওই ট্রান্সফরমারের ফিউজ লাগাতে অসম্মতি জানালে রনি মিয়া নামের এক লাইনম্যানকে দাশুড়িয়া থেকে অষ্টমনিশা এরিয়া অফিসে বদলী করা হয়। পরবর্তীতে বিষয়টি সুষ্ঠ তদন্ত ও ওই দূর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণের দাবিতে সমিতির ডিজিএম বরাবর স্মারকলিপি দেন লাইনম্যানরা। লাইনম্যানদের অভিযোগ, দূর্নীতির প্রতিবাদ করায় এবং দূর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ দাবি করার কারণে তদন্ত না করে উল্টো ৩১ জন লাইনম্যানকে কারণ দর্শানো নোটিশ জারী করেন সমিতির জেনারেল ম্যানেজার।

(এসএইচ/জেএ/জুলাই ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test