E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে শেরপুর জেলা কমান্ড

২০১৪ জুলাই ২৭ ১৬:৫৫:৪৪
মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে শেরপুর জেলা কমান্ড

শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড এবার স্থানীয় অসচ্ছল মুক্তিযোদ্ধা ও অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে।

রবিবার দুপুরে শহরের রঘুনাথ বাজার সদর ইউনিট কমান্ড কার্যালয়ে সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ী-লুঙ্গি, পাঞ্জাবী-টুপি এবং নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়। জেলা কমান্ডার আবু সালেহ নূরুল ইসলাম হিরু এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় সদর উপজেলা কমান্ডর অ্যাডভোকেট মুখলেছুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, মমিনুল হক সহ জেলা ও সদর কমান্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা কমান্ডার আবু সালেহ নূরুল ইসলাম হিরু জানান, শেরপুরের ৫ উপজেলার ২৬৮ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৪০৫ টি শাড়ী, ২৩৫ টি লুঙ্গি, ১২৫ টি পাঞ্জাবী এবং ১২৫ টি টুপিও বিতর করা হয়েছে। তিনি বলেন, জেলা কমান্ড উদ্যোগ নিয়ে স্থানীয়ভাবে এসব অর্থ সংগ্রহ করেছে। তাছাড়া ফার্মার্স ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক মাহবুবুর রহমান বাবুল চিশতির সৌজন্যে শাড়ী-লুঙ্গি এবং এলজিইডি’র সৌজন্যে পাঞ্জাবী টুপি পাওয়া গেছে। এতে অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং যেসব মুক্তিযোদ্ধা মারা গেছেন তাদের পরিবারে এবার একটু ভালোভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।

(এইচবি/জেএ/জুলাই ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test