E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ষাটগুম্বজ মসজিদে এবারও তিনটি ঈদ জামায়াত

২০১৯ জুন ০৪ ১৫:৪৯:৩৪
ষাটগুম্বজ মসজিদে এবারও তিনটি ঈদ জামায়াত

শেখ আহসানুল করিম, বাগেরহাট : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড (বিশ্ব ঐতিহ্য) বাগেরহাটের ষাটগুম্বজ মসজিদে। প্রায় সাড়ে শত বছরের পুরানো হযরত খানজাহানের অমর সৃষ্টি ষাটগুম্বজ মসজিদে এবারও ঈদের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টা ১৫ মিনিটে ও তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। 

ষাটগুম্বজ মসজিদে বিগত বছরগুলোতে ঈদের জামায়াতে উপচে পড়া ভীড় এড়াতে ও দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রান মুসল্লীসহ বিদেশী পর্যটকদের ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াত অংশ নেয়ার সুযোগ করে দিতে বাগেরহাটের জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লীদের নিছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিপুল সংখক এ্যলিট ফোর্স র‌্যাব সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ষাটগুম্বজ মসজিদের পাশাপাশি এবার বাগেরহাটে শহরে প্রধান-প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে আলীয়া মাদ্রাসা ময়দানে ও পুরাতন কোর্ট মসজিদে, সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে হযরত খানজাহান আলী দরগা মসজিদ, দশগুম্বজ মসজিদ, খানজাহানীয়া বায়তুল ফালাহ্ মসজিদ, নতুন কোর্ট মসজিদ, মিঠাপুকুর মসজিদ, সরুই হাজী আরিফ মসজিদ, ফলপট্টি মসজিদে, সকাল ৮টা ১৫ মিনিটে রেলরোড জামে মসাজদে ও ৮টা ৩০ মিনিটে সরকারী পিসি কলেজ ময়দানে।

(এসএকে/এসপি/জুন ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test