E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিরোজপুর সিভিল সার্জন অফিসে তালা ঝুলিয়েছে চাকুরী বঞ্চিতরা

২০১৪ জুলাই ২৭ ১৭:৪৯:২৩
পিরোজপুর সিভিল সার্জন অফিসে তালা ঝুলিয়েছে চাকুরী বঞ্চিতরা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জেলা স্বাস্থ্য বিভাগের অধীন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে রবিবার চাকুরী বঞ্চিরা পিরোজপুরের সিভিল সার্জন অফিস ঘেরাও করে অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এ সময় সিভিল সার্জন ডাক্তার মো. ফখরুল আলম অফিস করতে না পেরে ফিরে যান। অফিসের ভিতরে থাকা ৩০ জন কর্মচারিকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ বছর ২৮ মার্চ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হলে সে অনুযায়ী পরে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৭৪ জনের নিয়োগের অনুমতি দিয়ে ডিজি অফিস খেকে সিভিল সার্জনকে চিঠি দেয়া হয়, এবং ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগ পত্র ইস্যু করার আদেশ দেয়া হয়। এ সংবাদ পেয়ে চাকুরি বঞ্চিতরা রবিবার এ অবরোধ করে।

এ বিষয় পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মো. ফখরুল আলম সাংবাদিকদের জানান, পরীক্ষা ও মৌখিক পরীক্ষাসহ যাবতীয় কর্যক্রম আগে হয়েছে। আমি সবেমাত্র এখানে যোগদান করেছি। আমার কিছু করার নেই। আমি উপরের আদেশ মানতে বাধ্য। তবে এ বিষয় ডিজি মহোদয়কে জানানো হয়েছে। এ বিষয় ঢাকায় ডিজি হেলথ ও ডাইরেক্টর অফ এ্যাডমিনের সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফোন ধরেন নি।

(এসএ/জেএ/জুলাই ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test