E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধর্মঘটে যাচ্ছে ফরিদপুর বাস মালিক সমিতি

২০১৯ জুন ১১ ১৫:২৯:২৯
ধর্মঘটে যাচ্ছে ফরিদপুর বাস মালিক সমিতি

স্টাফ রিপোর্টার:  ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরিদপুর বাস মালিক সমিতি। গোল্ডেন লাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন ১০ হাজার টাকা জরিমানা করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।

মালিক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বরকত বলেন, ‘জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত। এটা হয়রানি করার জন্য করা হয়েছে। তাই আমরা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।’

গোল্ডেন লাইন পরিবহনের মালিক ওয়াহিদ মিয়া কুটি বলেন, ‘এসি বাসগুলোর জন্য বিআরটিএর ভাড়ার কোনো নির্দিষ্ট হার নেই। দুই কোটি টাকা দিয়ে বাস কিনে আমরা যে ভাড়া নিচ্ছি তা মোটেও পর্যাপ্ত না। এরপরও আমাদের লোকসান হচ্ছে। আমরা কোনোভাবেই সরকারের কোনো আইন বা নিয়ম লঙ্ঘন করিনি। এরপরও যে জরিমানা করা হয়েছে এটি আমাদের জন্য অপমানজনক।’

জানতে চাইলে ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘বাস মালিক সমিতি ধর্মঘটে যাচ্ছে এমন কোনো খবর আমি এখনো পাইনি। এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলতে পারছি না।’

(ওএস/অ/জুন ১১, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test