E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রক্তদাতাদের সামাজিক স্বীকৃতির দাবি

২০১৯ জুন ১৪ ২১:৩৬:৩৪
রক্তদাতাদের সামাজিক স্বীকৃতির দাবি

স্টাফ রিপোর্টার: শুক্রবার (১৪ জুন) দিবসটি উপলক্ষে খুলশী লায়ন্স চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনায় সভার আয়োজন করে রক্তাদাতাদের সংগঠন ‘কণিকা’।

বিশ্বব্যাপী স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে প্রতি বছর ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপদ রক্ত, সবার জন্য’।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও মানুষের মাঝে নিয়মিত স্বেচ্ছায় রক্ত দেওয়ার মানসিকতার ঘাটতি রয়েছে।

‘যদি সমাজ রক্তাদাতাদের আলাদা স্বীকৃতি দিতো, তাহলে অন্যরা সেটি অনুকরণ করে এ কাজে আসতো। এতে করে রক্তের চাহিদা মেটার পাশাপাশি মানুষ ভালো কাজে জড়িত থাকতো।’

আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রক্তরোগ বিভাগের অধ্যাপক ডা. শাহেদ আহমদ চৌধুরী, মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারি অধ্যাপক সাঈদ আহসান খালিদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ চৌধুরী ফরিদ, ওয়েলকাস্ট গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আরিফ হাসনাইন, কণিকার প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল্লাহ মুনির প্রমুখ।

অনুষ্ঠানে নির্বাচিত রক্তদাতা, সামাজিক সংগঠন, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।

(ওএস/এএস/জুন ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test