E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিজের এলাকা মনে করে মতলবের উন্নয়নে কাজ করব’

২০১৯ জুন ১৫ ১৯:৪৩:০৯
‘নিজের এলাকা মনে করে মতলবের উন্নয়নে কাজ করব’

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব উপজেলাকে নিজের এলাকা মনে করে এর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

শনিবার মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, বেড়িবাঁধ রক্ষা প্রকল্প, নদী ও খাল ড্রেজিংসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

এদিন সকালে থেকে বিকেল পর্যন্ত উপজেলার গালিমখা, বাংলা বাজার, নন্দলালপুর, এনায়েতনগর, গাজীপুর নদী ও পাম্প হাউস, চরমাছুয়া, আমিরাবাদ, জহিরাবাদ, এখলাছপুর, মোহনপুর, কালীপুর ও বেলতলি বেড়িবাঁধ ও মেঘনা ধনাগোদা নদী পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী। এসময় তিনি কয়েকটি স্থানে পথসভা করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বর্তমান সরকার নদী রক্ষায় বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী, তিনি জানেন- বাংলাদেশের সার্বিক উন্নয়ন করতে হলে দেশের নদ-নদী ও এর তীরবর্তী মানুষকে রক্ষা করতে হবে। তাইতো সরকার একদিকে যেমন নদীর ভাঙন রোধে কাজ করে যাচ্ছে। অন্যদিকে যে সকল নদী নাব্যতা হারিয়েছে সে সকল নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে নদীর নাব্যতা ও বেড়িবাঁধ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন।

শরীয়তপুর-২ আসনের এ সংসদ সদস্য বলেন, আমার বাড়িও মেঘনা এলাকায়। আমি জানি নদী তীরবর্তী মানুষ কীভাবে জীবন যাপন করে। তাদের কথা বিবেচনা করে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বেই কীভাবে নদী ভাঙন রোধ করা যায় সে লক্ষ্যে কাজ করছে। নদী ভাঙন রোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেয়ার জন্য আমি বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছি।

এনামুল হক শামীম বলেন, মতলবকে আমার নিজের এলাকা মনে করে এর উন্নয়নে কাজ করব, নদী ও বেড়িবাঁধের সকল সমস্যা সমাধান করব। আপনারা জেনে খুশি হবেন যে, ইতোমধ্যেই মেঘনা-ধনাগোদা নদীর ভাঙন রোধ ও বেড়িবাঁধ রক্ষায় ৫শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পথসভায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখন চাদঁপুর-২ আসনের সাংসদ অ্যাভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রকল্প পরিচালক এস এম শফিকুল হক, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন সুফল, নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ নাছির উদ্দীন সরকার, গাজী মুক্তার, আক্তার হোসনে, মিজানুর রহমান, হারিছ মাহমুদ রিপন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জানাল হোসেব নাহিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পানি সম্পদ উপমন্ত্রী পরে বিকেলে উপজোলার কালিপুরে আয়োজিত এক জনসভায় যোগদান করেন।

(ওএস/পিএস/১৫ জুন, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test