E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি রাস্তা কেটে ফেলায় পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

২০১৯ জুন ১৬ ১৮:৫১:০৪
সরকারি রাস্তা কেটে ফেলায় পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : একটি সরকারি রাস্তা কেটে ফেলায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন ঈশ্বরগঞ্জের পাঁচ গ্রামের মানুষ। রাস্তা কেটে ফেলার ব্যাপারে স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার সোহাগী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বারইগ্রামের আব্দুল মোতালেব ডিলার শতবর্ষী পুরনো ১৮ ফুট প্রস্থের সরকারি রাস্তা কেটে তার নিজের জমির সাথে অবৈধ ভাবে দখল করে নিয়েছেন। ফলে সোহাগী ইউনিয়নের ছোট তারাকান্দি, বারইগ্রাম, দরিবৃ, ভালুকাপুর ও বৃ-কাঠালিয়া এই পাঁচ গ্রামের মানুষ চলাচলে পড়েছেন চরম দুর্ভোগে।

এলাকার প্রবীন ব্যক্তি আ: হেকিম(৬৫) ও জজ মিয়া(৭০) জানান, ছোট কাল থেকেই দেখে আসছি, এ রাস্তা দিয়ে লোকজন চলাচল করে আসছে। শত বছরের রাস্তাটি নেতা মোতালেব ডিলার ক্ষমতার জোরে কেটে ফসলি জমিতে রূপান্তরিত করে ফেলেছেন।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া বিষয়টি সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন পেশ করার জন্য সোহাগী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছানোয়ার হোসেনকে নির্দেশ দেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা তদন্তপূর্বক অভিযোগের সত্যতা পান এবং উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ারের মাধ্যমে পরিমাপ করে সরকারি খাস হালট দখলমুক্ত করার সুপারিশ করে নির্বাহী কর্মকর্তা বরাবর রিপোর্ট পেশ করেন।

এদিকে এলাকাবাসীর জোরদাবির প্রেক্ষিতে গত ১২ জুন উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া মুন সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে রাস্তাটি আরএস ও বিআরএসের রেকর্ডভুক্ত বলে জানান।

এসময় তিনি সরকারি জায়গা উদ্ধার করে রাস্তা নির্মাণের আশ্বাস দেন ভুক্তভোগী এলাকাবাসীকে। সরকারি রাস্তা কাটার ব্যাপারে আব্দুল মোতালেব ডিলারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এসিল্যান্ড সাহেব এসেছিলেন কথা হয়েছে। জায়গা পরিমাপ করা হবে। মাপে সরকার পেলে এ জায়গা ছেড়ে দেয়া হবে।

(এন/এসপি/জুন ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test