E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিবাদীর হুমকিতে দুই মেয়ে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় বিধবা আফরোজা 

২০১৯ জুন ১৮ ১৬:২৫:৪২
বিবাদীর হুমকিতে দুই মেয়ে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় বিধবা আফরোজা 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বিবাদীদের বিভিন্ন হুমকি-ধামকীতে দুই মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী বিধবা গৃহবধূ আপরোজা সুলতানা (৩৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে নিজের দেবরের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে মৃত- আনোয়ার হোসেন বকুলের স্ত্রী আফরোজা সুলতানার। সুলতানার দেবর লোহাচুড়া গ্রামের মৃত-আমজাদ হোসেন খন্দকারের ছেলে সুলতান আরফিন বুলু গত ১২-০৬-১৯ইং তারিখে গৃহবধূ সুলতানা ও তার মেয়েদের নামে থাকা ভিটা, বসতবাড়িসহ ২.৫০ শতাংশ জমি র্জোর করে দখল করতে আসে।

এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে বুলু ও তার লোকজনেরা বিধবাকে মারপিট করতে লাগলে বিধবার চিৎকারে তার দুই মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে।

এর এক পর্যায়ে বুলুর হুকুমে তার লোকজন বিধবার বাক প্রতিবন্ধি মেয়ে কলিকে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত পয়জন খাওয়ায়। এসময় আশেপাশের লোকজন ছুটে আসলে বুলুসহ তার লোকজন পালিয়ে যায় এবং কলিকে প্রথমে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে কলি সুস্থ্য অবস্থায় বাড়িতে রয়েছে। কিন্তু বুলু ও তার লোকজনের বিভিন্ন হুমকি-ধামকীতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বিধবা সুলতানা ও তার মেয়েরা। এমতাবস্থায় বিধবা সুলতানা বাদী হয়ে দেবর বুলুকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে গত ১৫-০৬-১৯ইং তারিখে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সুলতান আরফিন বুলুর মুঠোফোনে বন্ধ থাকার কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসকেপি/এসপি/জুন ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test