E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে জোড়া খুনে ১৩ জনের যাবজ্জীবন

২০১৯ জুন ১৯ ১৪:৪২:৪৪
ফরিদপুরে জোড়া খুনে ১৩ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক : ফরিদপুরে জোড়া খুনের মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৩ ডিসেম্বর ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা গ্রামে এক গ্রাম্য সালিশে কথা কাটাকাটির জেরে একই গ্রামের গঞ্জর খাঁ ও মোসা মোল্লা নামে দুইজনকে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে নিহতদের স্বজন আলাল মিয়া বাদী হয়ে সালথা থানায় ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ১৪ জনকে বেকসুর খালাস ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত ১৩ জনের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক রয়েছেন।

(ওএস/এসপি/জুন ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test