E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ১ লাখ ৬৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ ক্যাপসুল’

২০১৯ জুন ১৯ ১৫:১০:৩১
বাগেরহাটে ১ লাখ ৬৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ ক্যাপসুল’

বাগেরহাট প্রতিনিধি : আগামী ২২ জুন স্বাস্থ্য বিভাগের জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে বাগেরহাট জেলায় ১ লাখ ৬৫ হাজার ৮৭৮ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ  ক্যাপসুল’। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ১৮ হাজার ৫৬০ শিশুকে এক লাখ আই.ইউ ভিটামিন ‘এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাসের ১ লাখ ৪৭ হাজার ৩১৮ শিশুকে  দুই লাখ আই.ইউ ভিটামিন ‘এ ক্যাপসুল’ খাওয়ানো হবে। বুধবার দুপুরে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।   

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার। বাগেরহাট সিভিল সার্জন ডা. জি.কে. এম শামসুজ্জামানের সভাপতিত্বে সাংবাদিক কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, ডা. প্রদীব কুমার বকাসী, জেলা ইপিআই সুপার মো. মহিউদ্দিন আহম্মেদ, প্রবীন সাংবাদিক মো. মোজাফ্ফর হোসেন, শেখ আহসানুল করিম, মো. ইয়ামিন আলী প্রমুখ।

বাগেরহাট স্বাস্থ্য বিভাগের সাংবাদিক কর্মশালায় আরও জানানো হয়, আগামী ২২ জুন মাত্র এক দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করতে বাগেরহাট জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় সর্বমোট ১ হাজার ৯ শতটি ইপিআই কেন্দ্রে ৩ হাজার ৮ শত জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।

(এসএকে/এসপি/জুন ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test