E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় জাল নোটসহ জাল নোট তৈরীর সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১

২০১৯ জুন ১৯ ১৭:০০:৫৭
নওগাঁয় জাল নোটসহ জাল নোট তৈরীর সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ২ লাখ ৩২ হাজার ৬শ’ টাকার জাল নোট ও জাল টাকার নোট তৈরীর সরঞ্জামসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপিনাথপুর গ্রামের নাসির সাকিদারের পুত্র শাহিন (২৮)। 

বুধবার বেলা ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম জানান, গ্রেফতারকৃত শাহীন শহরের পার-নওগাঁ মেরিগোল্ডপাড়ায় আশরাফের বাড়িতে ভাড়া থাকতেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৭৭টি, ১০০ টাকা ও ৫০০ টাকার ১ লাখ ৪৭ হাজার টাকার জাল নোটসহ মোট ২ লাখ ৩২ হাজার ৬শ’ টাকার জাল নোট ও ১টি কম্পিউটার, ১টি স্ক্যানার মেশিন, ১টি প্রিন্টার, জাল নোট তৈরীর কালি, ২টি মাল্টিপ্লাগ, একটি এসি এ্যাডপ্টারসহ জাল টাকার নোট তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় পুলিশ সুপার আরো জানান, সামনে কোরবানী ঈদকে সামনে রেখে সাধারন মানুষ ও কৃষকদের প্রতারিত করার জন্য তার পরিকল্পনা ছিল। তাই সাধারন মানুষের সাথে কেউ প্রতারিত করতে না পারে সে জন্য তাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তার বিরুদ্ধে সদর মডলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিবুল আকতার, ডিআইও-১ মোসলেম উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/জুন ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test