E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় কষ্টি পাথরের শিবমুর্তিসহ এক ব্যক্তি আটক

২০১৯ জুন ১৯ ১৮:৪৬:৪৩
সাতক্ষীরায় কষ্টি পাথরের শিবমুর্তিসহ এক ব্যক্তি আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : র‌্যাপিড এ্যাকশান বাটালিয়নের সদস্যরা সাড়ে ৪৪ কেজি ওজনের এক কষ্টি পাথরের শিবমুর্তি মুর্তি উদ্ধার করেছে। এ সময়  অবৈধভাবে এ মুর্তি মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

বুধবার ভোর তিনটার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ার একটি বাড়ির দোতলার একটি ঘরের বক্স খাটের নীচ থেকে এ মুর্তি উদ্ধার করা হয়।

আটককৃতের নাম পীযুস কান্তি মিত্র (৫০)। তিনি সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের সরকারপাড়ার দেবপ্রসাদ মিত্রের ছেলে।

খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা শাখার ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এম মাহামুদুর রহমান মোল্লা বুধবার বিকেল সাড়ে চারটায় তার অফিসে এক প্রেস ব্রিফিং এ জানান, মঙ্গলবার গভীর রাতে তিনি গোপনে খবর পান যে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ায় পীযুস মিত্রের বাড়িতে একটি কষ্টি পাথরের মুর্তি বিক্রির জন্য মজুত করা আছে। এরই ভিত্তিতে উপপরিদর্শক শামিম হাওলাদারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার ভোর তিনটার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দোতলার একটি ঘরে তল্লাশি চালিয়ে বক্স খাটের নীচে রাখা একটি কষ্টি পাথরের শিবমুর্তি উদ্ধার করে। যার ওজন ৪৪ কেজি ৫০০ গ্রাম। এ সময় গৃহকর্তা পীযুস মিত্রকে আটক করা হয়।

তিনি আরো জানান, শিব মুর্তিটি যাচাই এর জন্য প্রত্নতত্ব বিভাগের খুলনা অফিসে পাঠানো হয়। সেখানকার বিভাগীয় কর্মকর্তা আফরোজা খান মিতা প্রাথমিকভাবে মুর্তিটি কষ্টি পাথরের বলে জানিয়েছেন। যথাযথ পরীক্ষা নিরীক্ষা শেষে মুর্তিটি কষ্টিপাথরের হলে আন্তজার্তিক বাজারে ওই মুর্তিটির মূল্য সাড়ে ৪৪ কোটি টাকা হতে পারে বলে ওই বিভাগীয় কর্মকর্তা জানিয়েছেন।

তবে প্রত্নতত্ব বিভাগের খুলনা বিভাগীয় কর্মকর্তা আফরোজা খান মিতার সঙ্গে বুধবার বিকেল পাঁচটার দিকে তার ০১৭১৬-৩৪৩৬৬৪ নং মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
আটককৃত ইলেকট্রিক মিস্ত্রি পীযুস মিত্রের দাবি, শিবমুর্তি পাঁচ বছর আগে তাদের পুকুর কাটার সময় মাটির তলা থেকে পাওয়া যায় । মুর্তিটি তারা পুজা করতেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় র‌্যাব- ৬ এর ডিএডি লুৎফর রহমান বাদি হয়ে পিযুস মিত্রের নাম উল্লেখ করে বুধবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত পীযুসকে বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

(আরকে/এসপি/জুন ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test