E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের পর ভিডিও ধারণ, ধর্ষক আটক

২০১৯ জুন ১৯ ২৩:৩০:৫৭
ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের পর ভিডিও ধারণ, ধর্ষক আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভালবাসার ফাঁদে ফেলে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের সময় ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করা হয়েছে কয়েক লাখ টাকা ও ল্যাপটপ। একপর্যায়ে অভিযোগ পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে ওই যুবকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃতের নাম আব্দুল হাই ওরফে রাজু (২৬)। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ রওশান আলীর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, পাঁচ মাস পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনারত কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের ছিদ্দিক ঢালীর ছেলে কনন্সার আক্রান্ত রোকনুজ্জামানকে হাসপাতালে দেখতে যেয়ে পরিচয় ঘটে কালিগঞ্জের ফতেপুর গ্রামের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক ছাত্রীর সঙ্গে আব্দুল হাই ওরফে রাজুর। পরিচয় সূত্র ধরে ফোন নাম্বার নিয়ে গড়ে ওঠে তাদের ভালবাসা। তারা একত্রে রোকনুজ্জামানের চিকিৎসার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করেন।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, গত ১৪ এপ্রিল ওই ছাত্রী ঢাকা থেকে বাস যোগে বাড়ি আসার পথিমধ্যে রাজু ওই ছাত্রীকে বাস থেকে নলতায় নামতে বলে পাতানো বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে কুপ্রস্তাব দেওয়ায় মারপিট করে রাজু। একপর্যায়ে রাত ১০টার দিকে চাকু দেখিয়ে ধর্ষণের সময় মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় রাজু। মানসম্মানের ভয়ে ওই ছাত্রী এসব ঘটনা কাউকে কিছু বলেনি।
পরবর্তীতে রাজু ধারণকৃত ভিডিও চিত্র দিয়ে ব্লাকমেইল শুরু করে। এপর্যন্ত সে ব্লাকমেইল করে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং একটি ল্যাপটপ হাতিয়ে নেয়।

সর্বশেষ গত ২২ মে রাত সাড়ে ৯ টার দিকে রাজু তার ব্যবহৃত ০১৯৬০-০১৪৭৪১ নম্বর থেকে ওই ছাত্রীর ফোন নম্বরে ফোন করে আরও দুই লক্ষ টাকা দাবি করে। অবশেষে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানিয়ে সোমবার থানায় এজাহার দায়ের করেন।

তবে রাজুর বাবা শেখ রওশান আলী বলেন, এসব ব্যাপারে আমরা প্রথমে কিছুই জানতাম না। তবে সোমবার বিষয়টি লোকমুখে শুনে জানতে পারি আমার ছেলের সাথে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। হঠাৎ তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে ওই ছাত্রী থানায় অভিযোগ দিলে পুলিশ আমার ছেলেকে আটক করেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, ব্লাকমেইল করে ল্যাপটপসহ বহু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা হওয়ার পর রাজুকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/জুন ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test