E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী থেকে ১ হাজার দক্ষ যুবককে বিদেশে পাঠানো হবে 

২০১৯ জুন ২১ ০০:১৫:১৭
ঈশ্বরদী থেকে ১ হাজার দক্ষ যুবককে বিদেশে পাঠানো হবে 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সরকারি ব্যবস্থাপনায় কর্মসংস্থানের জন্য ঈশ্বরদী হতে ১ হাজার দক্ষ যুবককে বিদেশে পাঠানো হবে। তবে অদক্ষ কাউকে পাঠানো হবে না। দক্ষ ও বাস্তব জ্ঞান সম্পন্ন বেকার যুবকদের নিরাপদ অভিভাসনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইনে আবেদনের মাধ্যমে যাচাই-বাছাই পূর্বক প্রার্থি নির্বাচন করা হবে। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে বৈদেশিক কর্মস্ংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ‘বাস্তব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিভাসন একমাত্র উপায়’ শীর্ষক সেমিনারে আয়োজকদের বক্তব্যে এই তথ্য জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। বক্তব্য রাখেন, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। এসময় মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম মিন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনারে আয়োজকরা বিদেশে কর্মসংস্থানের জন্য ঈশ্বরদীর সকল পর্যায়ের যুবকদের দক্ষতা অর্জনের জন্য আহব্বান জানিয়েছেন।

(এসকেকে/এসপি/জুন ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test