E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাজউদ্দীন আহমদ ও তার পরিবার সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ছাত্রলীগের মানববন্ধন 

২০১৯ জুন ২৩ ১৭:৩৩:৩৯
তাজউদ্দীন আহমদ ও তার পরিবার সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ছাত্রলীগের মানববন্ধন 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও তার পরিবার সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে রবিবার দুপুরে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীেেগর সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেদুল আলম সৈকত পরিচালনায় বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আলহাজ্ব আমানত হোসেন খান. উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দরজী প্রমূখ। এর আগে দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

প্রতিবাদ সমাবেশে দলীয় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্র রাজনীতির কুলাঙ্গার নাজমুল আলম সিদ্দিকী স্বাধীনতার কারিগর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কাপাসিয়ার সূর্যসন্তান বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও তার সহধর্মিনী আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী সৈয়দা জোহরা তাজউদ্দীন, ছোট ভাই সাবেক মন্ত্রী আফসার উদ্দীন আহমদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও কাপাসিয়ার বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি‘র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপত্তিকর মন্তব্য করেছে তা ক্ষমার অযোগ্য।

এ মন্তব্য করে কাপাসিয়া সহ দেশব্যাপী মানুষের মনে চরম আঘাত দিয়েছে। অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবী জানান।

(এসকেডি/এসপি/জুন ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test