E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে বারী হত্যায় ২ জনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন

২০১৯ জুন ২৩ ১৭:৩৯:১৭
দিনাজপুরে বারী হত্যায় ২ জনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে জমি সংক্রান্তর জেরে আব্দুল বারী হত্যা মামলার রায়ে ১৯জন আসামীর মধ্যে ২জন ফাঁসি এবং অপর ১৭জন আসামীকে যাবতজীবন প্রদান করেছে আদালত।

আজ রবিবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আনোয়ারুল হক এই আদেশ দিয়েছেন। ফাঁসির দ্বন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম বিরল উপজেলা রতনৌর গ্রামের আব্দুর রহমান ছেলে।

মামলার বিবরণে জানা যায়,২০০৪ সালের ২৯ অক্টোবর বিরল উপজেলার রতনৌর মৌজার ১৪ শতাংশ জমি সংক্রান্ত একটি সংঘর্ষে হয়। এসময় জাহাঙ্গীর ও শরিফুলসহ ১৯জন আব্দুল বারীসহ তিনজনকে গুরুতর আহত করে। ঘটনার একদিন পরে (৩০ অক্টোবর ২০০৪) চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল বারী মারা জান। পরে ২০০৪ সালের ৩১ অক্টোবর মৃতের ভাই আব্দুল বাকী বাদী হয়ে বিরল থানায় মামলা দায়ের করেন।

(এসএএস/এসপি/জুন ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test