E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাচারী শাহী জামে মসজিদ না ভাঙ্গার দাবি জেলা বিএনপির

২০১৯ জুন ২৫ ১৭:৫৮:৫৯
কাচারী শাহী জামে মসজিদ না ভাঙ্গার দাবি জেলা বিএনপির

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ঐতিহ্যবাহী ও পুরাতন কাচারী শাহী জামে মসজিদ না ভেঙ্গে শহরের অন্যত্র ইসলামী ফাউন্ডেশনের মডেল মসজিদ স্থাপনের দাবি জানিয়েছেন জামালপুর জেলা বিএনপি।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করে এ দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, মঙ্গলবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসক আহমেদ কবীরের সাথে দেখা করে কাচারী শাহী জামে মসজিদটি না ভাঙ্গার জন্য লিখিতভাবে আবেদন করে। পরে তারা পুলিশ সুপারের কাছেও একই আবেদন জানান।

ওই আবেদনে বলা হয়েছে, ১৯৮০ সালের ১০ আগস্ট মসজিদটি আধুনিক করার লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে জুমা’র নামাজ আদায় করেন। ওই সময়ে তিনি শাহী জামে মসজিদটি উন্নয়ন করার জন্য ১০ লাখ টাকার অনুদান দেন এবং মসজিদটির উদ্বোধনী নামফলকটি উদ্বোধন করেন। যা বর্তমানে ফলকটি মসজিদে লাগানো রয়েছে।

বর্তমানে পুরাতন মসজিদটি ভেঙ্গে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম তলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সের শুধুমাত্র দ্বিতীয় তলায় মসজিদ থাকবে। পুরাতন মসজিদটিতে প্রথম ও দ্বিতীয় তলা ছাড়াও মাঠে নামাজ আদায় করতে হতো। সেখানে একটি মডেল মসজিদ নির্মাণ করা হলে মুসুল্লিদের নামাজ আদায়ে চরম দুর্ভোগ পোহাতে হবে।

লিখিত আবেদনপত্রে নতুন মডেল মসজিদ কমপ্লেক্সটি শহরের অন্য কোনো স্থানে স্থাপন করে পুরাতন মসজিদটির আরও উন্নয়নের দাবি জানানো হয়। একই সাথে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলকটি অক্ষুন্ন রাখার দাবি জানানো হয়।

(আরআর/এসপি/জুন ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test