E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে ৮৪ ভরি সোনা উদ্ধার

২০১৪ জুলাই ২৮ ১৩:৫৪:২৬
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে ৮৪ ভরি সোনা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিজিবি এক অভিযান চালিয়ে ৮৪ ভরি সোনার বার উদ্ধার করেছে। সোমবার ভোরে কালিগঞ্জ উপজেলার নলতা শিহার মসজিদের পাশের রাস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটে।

সাতক্ষীরা ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সিও কাজী আহাদ মোবাইলে জানান, কালিগঞ্জ সীমান্ত পথে সোনার একটি বড় ধরনের চালান ভারতে পাচার হচ্ছে এ মর্মে তিনি সোর্স মাধ্যমে জানতে পারেন। এ খবেরর ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নলতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পরে শিহার মসজিদের পাশের রাস্তায় পরিত্যাক্ত অবস্থায় কাগজের ব্যাগে মোড়ানো ৮৪ ভরি সোনা উদ্ধার করা হয়। এ বিষয়ে সোর্স মাধ্যমে চোরাচালানী সনাক্ত করে সদর থানায় মামলা করা হবে।

(আরকে/জেএ/জুলাই ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test