E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরের তিন উপজেলার নয় স্থানে আগাম ঈদুল ফিতর পালিত

২০১৪ জুলাই ২৮ ১৪:১৩:৩৪
শেরপুরের তিন উপজেলার নয় স্থানে আগাম ঈদুল ফিতর পালিত

শেরপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে বিগত কয়েক বছরের ন্যায় এবারও শেরপুর জেলার তিন উপজেলার নয় স্থানে মঙ্গলবার আগাম ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। যেসব স্থানে আগাম ঈদ উদযাপিত হয়েছে সেগুলো হলো-শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও ও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া, গোবিন্দনগর ও চিনামারা।

সকাল ৭টা থেকে ১১ টার মধ্যে পৃথক এসব স্থানে মুসল্লীরা পবিত্র ঈদের জামাত আদায় করেছেন। প্রত্যেকটি ঈদের জামাতে ৩০ থেকে দুইশ জনের মতো মুসল্লী অংশ নেয়। আগাম ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল আটটায় বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়। এসব জামাতে শেরপুর সদরের কয়েকজন মুসল্লীকেও অংশ নিতে দেখা যায়। এছাড়াও নন্নী মধ্যপাড়ায় পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও ঈদের নামাযে অংশ নেন। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে তারা প্রীতিভোজে অংশ নেন। এ ঈদের জাামাতে ইমামতি করেন মাওলানা হাবীবুল্লাহ কাউসার।

স্থানীয়রা জানান, সৌদি আরবের সাথে মিল রেখে এসব এলাকার আগাম ঈদ পালনকারীরা আহলে হাদিস সমর্থক এবং কেউ কেউ সুরেশ্বর দরবার শরীফের পীরের ভক্ত মুরিদান। বিগত কয়েক বছর যাবত শেরপুরের এসব এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই রোজা ও পবিত্র ঈদ পালনকারীর সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

(এইচবি/জেএ/জুলাই ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test