E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় এসিল্যান্ড সহ তিনজনের স্বাক্ষর জাল করে জমির ভূয়া খারিজ, জালিয়াতকারী গ্রেফতার

২০১৯ জুন ২৭ ২৩:১৩:২২
কেন্দুয়ায় এসিল্যান্ড সহ তিনজনের স্বাক্ষর জাল করে জমির ভূয়া খারিজ, জালিয়াতকারী গ্রেফতার

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোছাঃ শিরিন সুলতানা সহ তিনজনের স্বাক্ষর জাল করে জালিয়াতকারী চক্রের সদস্যের স্ত্রী মরিয়ম আক্তারের নামে ভূয়া খারিজ করে সাব রেজিষ্ট্রী অফিসে গিয়ে বৃহস্পতিবার বেলা ৩ টায় রেজিষ্ট্রীর সময় জালিয়াত চক্রের সদস্য অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের নাজির গোলাম রব্বানি বাদী হয়ে জালিয়াতচক্রের সদস্য সাইদুর রহমান, তার স্ত্রী মরিয়ম আক্তার ও অপর সদস্য আব্দুল খালেক আকন্দের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, জালিয়াত চক্রের সদস্য বৃহস্পতিবার মোঃ সাইদুর রহমান ২৩ শতাংশ ভূমি তার স্ত্রী মরিয়ম আক্তারের নামে ভুয়া খারিজের কপি নিয়ে সাব-রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রী করে দিতে যায়। চলতি বছরের ১৩ জানুয়ারী এসব ভুয়া কাগজপত্র চূড়ান্তভাবে তৈরি করে তারা। এই ভুয়া খারিজ করতে গিয়ে ডিসিআর কপি, ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা ও জমা খারিজের পর্চাও জাল করে।

ভুয়া খারিজের কাগজ পত্রে এসিল্যান্ড মোছাঃ শিরিন সুলতানা, ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ রেজাউল করিম ও সান্দিকোনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফার স্বাক্ষর জাল করে। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে বেলাটি গ্রামের রতন মিয়ার ছেলে এন্টাস মিয়ার কাছে ওই জমি সাফ কাওলা মূলে রেজিষ্ট্রী করে দিতে সাইদুর তার স্ত্রী মরিয়মকে নিয়ে সাব-রেজিষ্ট্রী অফিসে গিয়ে সব কাগজপত্র জমা দেয়।

জমা দেয়া কাগজপত্র পর্যালোচনার সময় সাবরেজিষ্ট্রার মোজাম্মেল হক তালুকদারের চোখে এসিল্যান্ডের স্বাক্ষর নিয়ে সন্দেহ হয়। পরে তিনি মোবাইল ফোনে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যন্ডকে ঘটনাটি জানান। এসিল্যান্ড শিরিন সুলতানা তাৎক্ষনিকভাবে সাব-রেজিষ্ট্রী অফিসে গিয়ে তার স্বাক্ষর জালের সত্যতা পান। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম বলেন, ডিসিআরের কপি, ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা ও জমা খারিজের পর্চা জাল সহ এসিল্যান্ড, সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষর জালের ঘটনা প্রাথমিক ভাবে সত্য প্রমানীত হয়েছে।

এরই প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের নাজির বাদী হয়ে কেন্দুয়া থানায় জালিয়াত চক্রের সদস্যদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, জালিয়াত চক্রের সদস্য সাইদুরকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে।

(এসবি/এসপি/জুন ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test