E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় দশম শ্রেণীর ছাত্রী অপহরণ

২০১৯ জুন ২৮ ১৫:২৯:২৩
কাপাসিয়ায় দশম শ্রেণীর ছাত্রী অপহরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে একমাসের ব্যবধানে দ্বিতীয় দফা অপহরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া এলাকায়।

এ ব্যাপারে গতকাল রাতে অপহৃতার বড়বোন আছমা আক্তার বাদী হয়ে পাশ্ববর্তী পাপলা গ্রামের সুলতান উদ্দিন খানের পুত্র মাইক্রো বাস চালক মামুন খান (২৩) ও তার সহযোগিদের আসামী করে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামের আফছার উদ্দিনের কন্যা বৃহস্পতিবার ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ে যাবার সময় মামুন তার গতিরোধ করে। কিছুক্ষণের মধ্যে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৯৪৮১) ঘটনাস্থলে আসে এবং জোরপূর্বক সাইকেলসহ তাকে ফিল্মিস্টাইলে উঠিয়ে নিয়ে যায়। গত রমজান মাসেও একই কায়দায় পাপলা গ্রামের সুলতান উদ্দিন খানের পুত্র মামুন খান জোরপূর্বক রিতুকে অপহরণ করে নিয়ে যাবার একদিন পর ফিরিয়ে দেয়।

এ ব্যাপারে রিতু আক্তারের বড়বোন আছমা আক্তার জানান, তার ছোটবোনের বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা চলছে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী দুই সহপাঠিদের সাথে বাইকেল যোগে স্কুলে যাচ্ছিল। দীর্ঘদিন যাবত ওই বখাটে মামুন তার স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। একমাস আগেও ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়েছিল বলে বাদী অভিযোগ করেন। তবে ওই সময় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অপহরণকারীর বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করেননি।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বাদীর মামলা আমলে নিয়ে অপহৃতকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের জোড় চেস্টা চলছে বলে জানান।

(এসকেডি/এসপি/জুন ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test