E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় রেললাইনের দাবিতে মানববন্ধন

২০১৯ জুন ২৯ ১৭:১৬:৪২
নওগাঁয় রেললাইনের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : সান্তাহার জংসন থেকে নওগাঁ ও নজিপুরের ওপর দিয়ে রহনপুর পর্যন্ত রেলপথ এবং ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সমান্তরাল ভাবে ডবল রেললাইনের দাবিতে শনিবার সকালে নওগাঁয় মানববন্ধন কর্মসুচী পালন করেছে সামাজিক সংগঠন একুশে পরিষদ। 

শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মানববন্ধন চলাকালে একুেেশ পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ (অবঃ) প্রফেসর শরীফুল ইসলাম খান, অধ্যাপক (অবঃ) তৌহিদুল ইসলাম ও মোতাহারুল ইসলাম, মুনছুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক এমএম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, সদস্য সুবল চন্দ্র মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, ১৯১০ সালে তদানিন্তন ব্রিটিশ আমলে ইষ্টার্ন বেঙ্গল ষ্টেট রেলওয়ে একটি জরিপ পরিচালনা করেন। সেই জরিপ দলের নেতা মিঃ ডেলগ্রিন সান্তাহার জংশন থেকে নওগাঁর ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত ৯৯ কিলোমিটার রেলপথ নির্মানের সুপারিশ করেন। সুপারিশের ভিত্তিতে তখন একটি প্রকল্প নেয়া হয়। ১৯৪৭ সালের পর থেকে উত্তরাঞ্চলের মানুষের দাবীর পরিপ্রেক্ষিতে তৎকালীন পাকিস্তান সরকার রেলওয়ে বোর্ড ১৯৬৩ সালে এই প্রকল্প বাস্তাবায়নে পুনরায় কাজ শুরু করে।

রেলওয়ে বোর্ড আরেকটি জরিপ চালায়। জরিপ দলের প্রধান ছিলেন আশরাফ আলী। মিঃ ডেলগ্রিনের প্রতিবেদনের পক্ষে মত দেন তিনি। তিনি ১৯৪ পৃষ্টার প্রতিবেদনে প্রকল্পের একটি নকশা ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানের গভর্নরের কাছে হস্তান্তর করেন।

আশরাফ আলী জরিপ কমিটির প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী সান্তাহার রেলওয়ে জংশন থেকে নওগাঁর ডিগ্রী কলেজে হয়ে শিবপুর, মহাদেবপুর উপজেলার মহিষবাথানা বাজার, পতœীতলা উপজেলার নজিপুর পৌরসভা, পোরশা উপজেলার সরাইগাছী হয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত ৯৯ কিলোমিটার রেলপথ হওয়ার কথা ছিল। পরবর্তীকালে প্রকল্পটি হাতে নিয়েও বন্ধ করে দেয় তৎকালীন পাকিস্তান সরকার।

উত্তারাঞ্চলের জেলাগুলোর মধ্যে নওগাঁ একটি অনগ্রসর জেলা। যোগাযোগের ক্ষেত্রে সড়ক পথ ছাড়া আর কোন বিকল্প পথ নেই। এই জেলায় রেলপথের গুরুত্ব অপরিসীম। এই এলাকায় একটি রেলপথ হলে সেটি যাত্রীর পাশাপাশি এই এলাকার উৎপাদিত কৃষিপন্য পরিবহনে প্রধান ভূমিকা রাখতে পারবে। এছাড়াও আব্দুলপুর হতে পঞ্চগড় পর্যন্ত সমান্তরাল ভাবে আরও একটি রেললাইনের দাবী জানান বক্তারা।

(বিএম/এসপি/জুন ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test