E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাট উপজেলা পরিষদের সন্নিকটে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি

২০১৯ জুন ৩০ ১৬:২২:২৮
রাজারহাট উপজেলা পরিষদের সন্নিকটে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ৩০জুন রবিবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উপজেলা পরিষদের সন্নিকটে নির্মাণ করার দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি পেশ করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও বরাদ্দকৃত উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর জন্য রাজারহাট উপজেলায় স্থান নির্ধারণের কাজ চলছে। তাই ৩০জুন রবিবার দুপুরে উপজেলা পরিষদের আশ-পাশে স্থান নির্ধারণের দাবিতে সোনালী ব্যাংক চত্বরে খেলোয়ার ও সুধীজনের ব্যানারে দীর্ঘলাইনের মানববন্ধনে উপজেলার খেলোয়ার, সাধারণ মানুষ ও সুধীজন অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, ক্রীড়ানুরাগী আসাদুজ্জামান রতন ও সুমন প্রমুখ।

বক্তারা উপজেলার মধ্যমনি রাজারহাট উপজেলা পরিষদের সন্নিকটে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার জন্য দাবি তোলেন।

পরে খেলোয়ার ও সুধীজন উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে স্বারকলিপি পেশ করেন।

(পিএমএস/এসপি/জুন ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test