E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় দুই বিএনপি নেতার পদত্যাগ

২০১৯ জুলাই ০১ ১৫:৫১:৫৫
আগৈলঝাড়ায় দুই বিএনপি নেতার পদত্যাগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন-অর-রশিদ। পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন পদত্যাগকারী দুই নেতাসহ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য এসএম আফজাল হোসেন।
বিএনপি দলীয় প্যাডে ৩০ জুন বরিশাল জেলা (উত্তর) বিএনপি সভাপতি বরাবরে লিখিত পদত্যাগপত্রে আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা নিজের অসুস্থতা / বার্ধক্যজনিত জনিত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।

তবে দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা দীর্ঘ ৩০ বছর সভাপতির দায়িত্ব পালন কালে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দলের কেন্দ্রীয় নেতাদের কাছে অবমূল্যায়ন, কেন্দ্রীয় নেতাদের গ্রুপিং, দলের সাংগঠনিক বিশৃংখলার কারনেই তিনি পদত্যাগ করেছেন। ওই সুত্র আরও জানায়, বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লার পদত্যাগ করায় কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সমর্থিত গ্রুপ এখন বিধ্বস্ত হয়ে যাবে।

এদিকে আগৈলঝাড়া উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়কের পদসহ দলের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন হারুন-অর-রশিদ মোল্লা। ২৫জুন দলীয় প্যাডে তিনি উপজেলা সভাপতি বরাবরে পারিবারিক কারনে দ্বায়িত্ব পালন করতে অপরাগতা প্রকাশ করে পদত্যাগের আবেদন করলে ২৭জুন দলের সভাপতি আব্দুল লতিফ মোল্লা তার পদত্যাগপত্র অনুমোদন করেন।

স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক ও আব্দুল লতিফ মোল্লার পুত্র হারুন-অর-রশিদ মোল্লা পদত্যাগ করার তিন দিন পর পদত্যাগ করলেন বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা।

দলের উপজেলা পর্যায়ের দুই শীর্ষ নেতার পদত্যাগের ব্যাপারে উপজেলা বিএনপি’র কোন নেতাই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চান নি।

(টিবি/এসপি/জুলাই ০১, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test