E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে ক্রয়

সাব রেজিস্ট্রারসহ আ.লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে দুদকের মামলা 

২০১৯ জুলাই ০২ ১৫:৩২:১৬
সাব রেজিস্ট্রারসহ আ.লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে দুদকের মামলা 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সরকারি সম্পত্তি প্রতারনার ও জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রীমূলে ক্রয় করার অভিযোগে বগুড়ার আদমদীঘির সাব-রেজিস্ট্রার ইউসুব আলীসহ আওয়ামীলীগের ১২ নেতা কর্মীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছেন। 

গত রবিবার দুদক আইন সংশোধনী বিধিমালায় বগুড়া দুদক কার্যালয়ে দুদকের সহকারি পরচালক আমিনুল ইসলাম বাদি হয়ে এই এজাহার রেকর্ড করেন। এজাহারভুক্ত আসামীরা হলো আদমদীঘির সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সহসভাপতি রেজা খান, উপজেলা যুুুুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, শহিদুল ইসলাম, আয়ুব খান, হারুন অর রশিদ, পৌর আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি চন্দন কুমার, দলিল লেখক রাকিব হোসেন ও দলিল দাতা রবিন্দ্রনাথ রায়।

এজাহারে উল্লেখ করা হয়, আদমদীঘি উপজেলার কলসা মৌজার ৮নং খতিয়ানে ১৬৭ দাগে .৩৩শতক সম্পত্তিসহ মোট ১১৮ শতক সম্পত্তি নওগাঁর স্নেহলতা রায়, শমরেন্দ্র রায় ও বিরেন্দ্র নাথ রায় ভারতবাসি হওয়ায় সরকারি গেজেটে ২০১২ সালের ১৫ মার্চ পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ওই সম্পত্তি ক তফসিলভুক্ত করা হয়। তারা ভারতবাসি হওয়া সত্বেও ওই সম্পত্তি অবমুক্ত হয় নাই বা কোন নামজারি অনুমোদন ও ভুমি উন্নয়ন কর গ্রহন করা হয়নি।

উল্লেখিত দাগের .৩৩শতক জমি রবিন্দ্রনাথ চৌধুরির নামে ভুমি উন্নয়ন কর পরিশোধের রশিদ ও খতিয়ানসহ জালিয়াতি ও প্রতারনা মুলে দুর্নীতির মাধ্যমে রেকর্ডপত্র সৃষ্টি করে উক্ত ক তফসিলভুক্ত সম্পত্তি গত ২০১৮ সালের ৪ অক্টোবর আদমদীঘি সাব-রেজিস্ট্রার অফিসে ৩৯০৬ নং দলিলমুলে গ্রহিতারা ৯লাখ ৬৫ হাজার টাকা বিক্রি দেখিয়ে জমি রেজিস্ট্রী করে।

(এস/এসপি/জুলাই ০২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test