E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপির নির্দেশ উপেক্ষিত 

গৌরীপুরে নিম্নমানের মালামাল দিয়েই চলছে সড়ক নির্মাণ কাজ

২০১৯ জুলাই ০২ ১৭:১৮:০৩
গৌরীপুরে নিম্নমানের মালামাল দিয়েই চলছে সড়ক নির্মাণ কাজ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর-কলতাপাড়া সড়কের নির্মাণ কাজে অনিয়ম ও নিম্নমানের মালামাল ব্যবহার করে চলছে নির্মাণ কাজ। সোমবার দুপুরে গৌরীপুর-কলতাপাড়া সড়কের নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়ে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য (এমপি) বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ নির্মাণকাজে ব্যবহৃত নিম্নমানের ইট-খোয়া, পাথর সহ অন্যান্য নির্মাণ সামগ্রী দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি কাজ বন্ধ রেখে নিম্নমানের মালামাল সরিয়ে  দ্রুত সরিয়ে নিয়ে মানসম্মত মালামাল ব্যবহার করার নির্দেশ দেন।

স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা গেছে, ৩ কোটি ২০ লাখ ২৫ হাজার ৪৩৬ টাকা ব্যয়ে গৌরীপুর থেকে কলতাপাড়া পর্যন্ত ৩ হাজার ৮৩০ মিটার সড়ক সংস্কার ও মেরামত কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইমতিয়াজ আহমেদ এই নির্মাণ কাজ করছেন। কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার পর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সড়কে নিম্নমানের ইট, খোয়া, রাবিশ ও পাথর ব্যবহৃত হতে থাকে।

বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সোমবার দুপুরে নাজিম উদ্দিন আহমেদ এমপি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়ে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের সত্যতা পান। এসময় এমপি নাজিম উদ্দিন ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্মাণকাজে ব্যবহৃত নিম্নমানের মালামাল সরিয়ে নেয়ার পাশপাশি নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

জানতে চাইলে নাজিম উদ্দিন আহমেদ এমপি সাংবাদিকদের বলেন, গৌরীপুর-কলতাপাড়া সড়কের কাজ পরিদর্শন করেছি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্মাণকাজে ব্যবহৃত নিম্নমানের ইট, খোয়া ও পাথর সরিয়ে নিতে বলেছি। এবং যতক্ষণ পর্যন্ত নতুন মালামাল না আনা হবে ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এলজিইডি প্রকৌশলীকে কাজের প্রতি নজরদারি রাখার কথা বলেছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সালেহ মোঃ ওয়াহিদুল হক বলেন, এমপি মহোদয় নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। নির্মাণ কাজের বিষয় নিয়ে উনার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এমপি মহোদয়ের সাথে কথা বলে সড়ক নির্মাণ কাজের কার্পেটিং শুরু করেছি। নির্মাণ কাজে কোনো অনিয়ম ও নিম্মমানের মালামাল ব্যবহার করা হবে না।

(এসআইএম/এসপি/জুলাই ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test