E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপরাধী চক্রের আতঙ্ক কেন্দুয়ার ওসি রাশেদ

২০১৯ জুলাই ০২ ১৮:৩২:২৯
অপরাধী চক্রের আতঙ্ক কেন্দুয়ার ওসি রাশেদ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া থানায় প্রায় একমাসে যোগদানের পর পরই বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটে। এসব আলোচিত ঘটনার মধ্যে পর পর তিনটি গণধর্ষন, প্রশ্নপত্র ফাঁস কেলেংকারীর ঘটনা রয়েছে।

চাঞ্চল্যকর এসব ঘটনা ঘটলেও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান তার মেধা, বিচক্ষনতা ও সাহসীকতার মাধ্যমে এক সফল অভিযান চালিয়ে প্রায় সকল অপরাধীর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে সক্ষম হয়েছেন। তার সাহসীকতার অভিযানের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উদ্দীপনামূলক বক্তব্য পোস্ট করে কৃতজ্ঞতা জানাচ্ছেন।

অনেকেই স্থানীয় সংবাদকর্মীদের কাছে এসেচুপিসারে বলছেন, অপরাধী চক্রের আতঙ্ক থানার নবাগত ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। অনেকেই বলছেন, যেসব গণধর্ষণ মামলার বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হত সে ক্ষেত্রে কর্তৃপক্ষ ওসি রাশেদুজ্জামানের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতেন। তাই বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ দাবী করছেন কেন্দুয়ার নবাগত ওসি মোহাম্মদ রাশেদুজ্জামানকে জেলা শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে পুরষ্কৃত করার।

কেন্দুয়া সার্কেলের সৎ ও কর্মঠ সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান সকল অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে যথেষ্ঠ দক্ষতা যোগ্যতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাকে সঙ্গে নিয়ে কাজ করতে পেরে আমিও গর্বিত।

(এসবি/এসপি/জুলাই ০২, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test