E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধর্ষণের পর নির্যাতনে কলেজ ছাত্রীর মৃত্যু

২০১৯ জুলাই ০২ ১৮:৩৭:৩৫
ধর্ষণের পর নির্যাতনে কলেজ ছাত্রীর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াংকা সরদারকে নগরীর একটি ভাড়াটিয়া বাসায় ধর্ষণের পর অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে প্রিয়াংকার মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৯ জুন রাতে মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন ভাড়াটিয়া বাসার মালিকের পুত্র। ঘটনার তিনদিন পর ২৩ জুন উন্নত চিকিৎসার জন্য প্রিয়াংকাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কলেজ ছাত্রীর ভাই সজল সরদার অভিযোগ করেন, ধর্ষণের পর অমানুষিক নির্যাতনের কারণেই তার বোন প্রিয়াংকার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি তিনি কোতয়ালী মডেল থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করেছেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া আশ্বাস দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর ছোট ভাই সঞ্জয় সরদার সাংবাদিকদের জানান, তার বোন বরিশাল সরকারী হাতেম আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলো। গত ৩/৪ বছর ধরে সে নগরীর বিভিন্ন মেসে ভাড়া থেকে পড়াশুনা করেছে। গত ৬/৭ মাস আগে বিএম কলেজের সামনে তালভিটা দ্বিতীয় গলির সাবেক প্রয়াত এএসপি বেলায়েত হোসেনের বাসা খান ভিলার একটি রুম ভাড়া নিয়ে প্রিয়াংকা বসবাস করে আসছিলো। একই বাসায় থাকতেন মালিকের স্ত্রী পিয়ারা বেগম ও তার পুত্র সোহেল খান।

সঞ্জয় আরও জানান, গত ১৯ জুন রাতে মুমূর্ষু অবস্থায় তার বোনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলেও ঘটনার পরেরদিন মোবাইল ফোনে তাদের জানানো হয় প্রিয়াংকার জ্বর হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তারা শেবাচিমে ছুটে গেলেও অজ্ঞান থাকার কারণে প্রিয়াংকার সাথে কথা বলতে পারেননি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে (প্রিয়াংকা) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়াংকার মৃত্যু হয়।

সঞ্জয় আরও জানান, তার বোনের গলায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে তারা ধারনা করছেন প্রিয়াংকাকে ধর্ষণের পর অমানুষিক নির্যাতন করা হয়েছে। এ কারণেই প্রিয়াংকার মৃত্যু হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে খান ভিলার মালিক প্রয়াত এএসপি বেলায়েত হোসেন খানের স্ত্রী পিয়ারা বেগম বলেন, রাতে গোঙরানীর শব্দ শুনে প্রিয়াংকার ঘরে গিয়ে দেখতে পান কলেজ ছাত্রী বাথরুমের পাশে মেঝতে পরে আছে। এসময় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ঘটনার পর পরিবারের সদস্যদের কেন জানানো হয়নি এ বিষয়ে তিনি (পিয়ারা) কোন সদুত্তর দিতে পারেননি।

বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম বলেন, কলেজ ছাত্রীর ভাইয়ের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কোন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে কী না তা খতিয়ে দেখে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি উল্লেখ করেন।

(টিবি/এসপি/জুলাই ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test