E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে দুই যুবকের পায়ের রগ কেটে ফেলার ঘটনায় গ্রেপ্তার ২

২০১৯ জুলাই ০৩ ১৮:৫৫:১৭
মাদারীপুরে দুই যুবকের পায়ের রগ কেটে ফেলার ঘটনায় গ্রেপ্তার ২

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পূর্বশত্রুতার জের ধরে দুইজনের পায়ের রগ কেটে ফেলার ঘটনায় বুধবার দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন শহরের হরিকুমারিয়া এলাকার এনামুল সরদারের ছেলে সজিব সরদার (২৪) ও একই এলাকার আব্দুল হকের ছেলে মো. তুষার (২৩)।

এদিকে গত মঙ্গলবার রাতে আহত মঞ্জুর আলী মুনশির বোন সুমনা আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় সজীব সরদারকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডিসি ব্রিজ এলাকার মো. সজিব সরদার, তুহিন ও তুষারের সাথে মিরাজ ব্যাপারী ও মঞ্জুর আলী মুনশির বিরোধ চলে আসছিল। এরই জেরে মিরাজকে একা পেয়ে গত সোমবার রাতে সজিব, তুহিন ও তুষার তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় কুপিয়ে জখম করা হয় মিরাজকে। বাঁধা দিতে আসলে মঞ্জুর আলী মুনশি নামে অপর একজনকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় তাঁরা। গুরুতর আহত অবস্থায় মিরাজ ও মঞ্জুরকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুইজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মঞ্জুরের বোন ও মামলার বাদী সুমনা আক্তার বলেন, পূর্বশত্রুতার জের ধরেই স্থানীয় সজীব তুহিন, তুষাররা মিলে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালায়। আমার ভাই ও মিরাজের পায়ের রগ কেটে দিয়েছে তারা। মঞ্জুর ভালো ফুটবল খেলতো। কিন্তু এখন ওর স্বপ্ন সবই শেষ। এই ঘটনার সাথে আরো যারা জড়িত আমি সবার বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, দুজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

(এএস/এসপি/জুলাই ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test