E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় সেলাই মেশিন পেল প্রশিক্ষনপ্রাপ্ত ২০ নারী 

২০১৯ জুলাই ০৩ ২৩:৩৮:৫৪
কেন্দুয়ায় সেলাই মেশিন পেল প্রশিক্ষনপ্রাপ্ত ২০ নারী 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সেলাই প্রশিক্ষন প্রাপ্ত ২০ নারী পেল সেলাই মেশিন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল.জি.ই.ডি) ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় সুনুই হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের প্রশিক্ষনপ্রাপ্ত নারী সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম।

সমিতির সভাপতি মোঃ মঞ্জুরুল হকের সভাপত্বে বুধবার দুপুরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন মোজাফরপুর ইউনিয়নের চেয়ারম্যান এন.এ.এম জাহাঙ্গীর চৌধুরী। সমিতির সাধারন সম্পাদক মোঃ বাবুল ইসলামের পরিচালনায় সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও প্রশিক্ষন প্রাপ্ত এক নারী লাকী আক্তার। ওই বিতরন অনুষ্ঠানে বলা হয় আদর্শিক পেশা হিসেবে দর্জি পেশা অনেক মহৎ।

উল্লেখ করে বলা হয় হযরত মোহাম্মদ (সা.) তিনি নিজে টুপি সেলাই করে জীবন ধারন করতেন। সুতরাং এই পেশার সৎ উপার্যনের অর্থেই স্বাবলম্বী করে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

(এসবি/এসপি/জুলাই ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test