E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব পালিত

২০১৯ জুলাই ০৪ ১৬:৪৫:২২
নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব পালিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব জাঁকজমকের সাথে পালিত হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুলাই) দিনব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

অনুষ্ঠান মালার মধ্যে ছিল পূজা-অর্চনা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও গ্রামীণ মেলা। সকাল সাড়ে ১০টায় রথখোলা চত্বরে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেন, মুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার, মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, কাউন্সিলর আনিসুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সমীর রায় প্রমুখ। রথযাত্রা উপলক্ষে রথখোলা ও লোহাগড়া সরকারি কলেজ মাঠে বিশাল গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মেলায় নড়াইল-আলফাডাঙ্গা, কাশিয়ানি, বড়দিয়াসহ আশপাশের এলাকায় হাজার হাজার মানুষজনের আগমন ঘটে। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

(আরএম/এসপি/জুলাই ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test