E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খুলনার ঈদ-জামাতে মুসলিম উম্মার কল্যাণ কামনা

২০১৪ জুলাই ২৯ ১০:৫৩:২৬
খুলনার ঈদ-জামাতে মুসলিম উম্মার কল্যাণ কামনা

খুলনা প্রতিনিধি : খুলনায় ঈদুল ফিতরের নামাজে প্রতিটি ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে। তবে বিভাগের সর্ববৃহৎ ও প্রধান জামাত কেন্দ্র নগরীর সার্কিট হাউজ ময়দানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ ময়দানে খুলনার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন নগরীর টাউন জামে মসজিদের পেশ ইমাম খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ।

নামাজ শেষে ফিলিস্তিনসহ গোটা মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

ঈদের প্রধান জামাতে অংশ নেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল, খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতি ও নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ।

মহানগরীর ইসলামাবাদ ঈদগাহ ময়দানে এবং খালিশপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুন-নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ ২টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় এবং সকাল ১০টায়।

খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন প্রশাসনিক ভবনের সামনে নামাজ অনুষ্ঠিত হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জামাত সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিএল কলেজ মাঠে ও লায়ন্স স্কুল ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া বিভিন্ন ঈদগাহ, মাদ্রাসা ও কলেজ মাঠসহ নগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

একইসঙ্গে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকায় মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলি করে কুশল বিনিময় করেন।

(ওএস/এটিআর/জুলাই ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test