E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা বন্দরসহ নৌ ও সড়ক পথ ব্যবহার করতে আগ্রহী নেপাল

২০১৯ জুলাই ০৪ ১৭:১০:০১
মোংলা বন্দরসহ নৌ ও সড়ক পথ ব্যবহার করতে আগ্রহী নেপাল

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি বলেছেন, নেপাল পণ্য আমদানী-রপ্তানীর জন্য মোংলা সমূদ্র বন্দরসহ বাংলাদেশের নৌ ও সড়ক পথ ব্যবহার করতে আগ্রহী। ভৌগলিক কারণে চট্টগ্রাম বন্দরের তুলনায় মোংলা সমূদ্র বন্দর ব্যবহারে নেপালের আগ্রহ বেশী। এজন্য মোংলা বন্দর থেকে সড়ক পথের পাশাপাশি নৌপথে লাইটার জাহাজে করে নেপালে পন্য আনা-নেয়া করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও নেপালের সাথে শক্ত বাণিজ্যিক সম্পর্ক তৈরিতে বিশেষ গুরুত্ব দেয়ায় নেপাল সরকারও সম্পর্ক উন্নয়নে এগিয়ে এসেছে।

বাগেরহাট চেম্বার ভবনে ব্যবসায়ী নেতবৃন্দের সাথে বুধবার রাতে এক মতবিনিময় সভায় একথা বলেন নেপালের রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের সাথে নেপালের ভাষা, সংস্কৃতি খাদ্যাভ্যাস ও ভৌগলিক মিল রয়েছে। দুই দেশেরই বিভিন্ন আমদানী ও রপ্তানীযোগ্য পণ্য ও সম্পদ রয়েছে। আমাদের সেগুলো খুঁজে দেখতে হবে। মোংলা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় কারখানা স্থাপন ও ব্যবসা-বানিজ্যের পাশাপশি দুই দেশ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়েও কাজ করার সুযোগ রয়েছে।

বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শিল্প ও বণিক সমিতির সিনিয়র সহসভাপতি সরদার ওমর ফারুখ প্রমুখ।

(এসএকে/এসপি/জুলাই ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test