E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খানাখন্দে মানুষের দুর্ভোগ

নড়াইল-নওয়াপাড়া সড়কটি সংস্কারের অভাবে যাহবাহন চলাচলের অনুপযোগী

২০১৯ জুলাই ০৫ ১৬:৪৯:০৫
নড়াইল-নওয়াপাড়া সড়কটি সংস্কারের অভাবে যাহবাহন চলাচলের অনুপযোগী

নড়াইল প্রতিনিধি : নড়াইলের ধোপাখোলা মোড় থেকে গোবরা বাজার পর্যন্ত সাত কিলোমিটার সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। নড়াইল-নওয়াপাড়া-ফুলতলাসহ অন্যান্যস্থানে যতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন। প্রায় ১২ বছর আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। ক্রমান্বয়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সড়কটিতে তৈরি হয়েছে। খানাখন্দের কারণে দুর্ভোগ পোহাচ্ছে সর্বস্তরের মানুষ।

সংশ্লিষ্ট দফতর সুত্রে জানা যায়, নড়াইল-নওয়াপাড়া-ফুলতলা ও নড়াইল-রঘুনাথপুর-কালিয়ায় যাতায়াত করতে এই সড়কটি ব্যবহার করা হয়। এ সড়ক দিয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর যশোরের নওয়াপাড়া প্রায় ১৫ কিলোমিটার রাস্তা কম হয়। কার্ভাড ভ্যান, ট্রাক, পিকআপ, টেম্পু ও ইজিবাইক মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে।

এ সড়কের পাশে গোবরা মিত্র মহাবিদ্যালয়সহ অন্তত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। গাড়ি চলাচলের কারণে সড়কের ধুলায় অন্ধকার হয়ে যায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। অপরদিকে, গাড়ি চলে ঝুঁকি নিয়ে। প্রায়ই আটকে যায় যানবাহন। এছাড়া এ সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি-বর্ষায় নাকাল অবস্থা দাঁড়ায়।

বাসচালক আলমগীর বলেন, ‘খানাখন্দে ও উঁচু ইটসোলিং অংশে গাড়ি উঠতেও ঝাঁকি, নামতেও ঝাঁকি। সাত কিলোমিটার রাস্তা বাসে যেতে সময় লাগার কথা ১০-১৫ মিনিট। সেখানে লাগছে প্রায় এক ঘণ্টা।’

গোবরা পার্ব্বতী বিদ্যাপীটের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ‘হাইওয়ের মতো প্রচুর গাড়ি চলে এ সড়কে। সড়ক সংস্কারে বহু আন্দোলন-সংগ্রাম করা হয়েছে।’

নড়াইল সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ওমর আলী বলেন, ‘গুরুত্বপূর্ণ ওই সড়কটির মেরামতের বরাদ্দ প্রক্রিয়াধীন আছে। দ্রুতই কাজ শুরু করা হবে।’

(আরএম/এসপি/জুলাই ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test