E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুকুর কামড়ানো জবাইকৃত গরু জব্দ, কসাই উধাও

২০১৯ জুলাই ০৫ ১৬:৫৩:০৮
কুকুর কামড়ানো জবাইকৃত গরু জব্দ, কসাই উধাও

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শুক্রবার কুকুর কামড়ানো জবাইকৃত গরু আটক করেছে স্থানীয়রা।

খবর পেয়ে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সারোয়ার হোসেন ও তার সহযোগী জাহেদুল ইসলাম গিয়ে গরুটি জব্দ করে মাটিতে পুতে ফেলে।

তবে অবস্থার বেগতিক দেখে সেখান থেকে সটকে পড়ে গরু জবাই করা কসাই দোশিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে দুলালসহ তার লোকজন।

স্থানীয়রা জানায়,পৌর শহরের জয়কালি মন্দির সংলগ্ন এক স্থানে হঠাৎ করেই।

একটি গাই গরু জবাই করার সময় শহিদুল মিলার নামে একজন ব্যক্তি গরুটির গলায় কুকুর দিয়ে আক্রান্ত হয়েছে মর্মে বুঝতে পেরে কসাইকে গরুটি মাটিতে পুতে ফেলতে বলে।

কিন্তু কসাই তার কথায় কর্ণপাত না করায় আশেপাশের লোকজন তখন খবর দেয় উপজেলা প্রশাসনকে।
প্রশাসনের নির্দেশে তাৎক্ষনিক ঘটনাস্থলে হাজির হন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সারোয়ার হোসেনসহ তার সহযোগী। আর প্রশাসনের লোকজনের উপস্থিতি বুঝতে পেরে তাৎক্ষনিক সেখান থেকে সটকে পড়ে কসাই দুলাল।
খোজ নিয়ে জানা যায়, এ গায় গরুটি উপজেলা ৫নং বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের শহিদুল ইসলামের ছিলো। স্থানীয়রা ধারণা করছে গরুটিকে কুকুর কামড়িয়ে ছিলো।

এ ব্যাপারে স্যানেটারী ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, আমরা এসে গরুটিকে পরিত্যাক্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গরুটি মাটি পুতে ফেলা হয়েছে। আর এ অপরাধে কসাই দুলালের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(কেএস/এসপি/জুলাই ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test