E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংগঠনের জন্মদিনে প্রাণপ্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা 

২০১৯ জুলাই ০৭ ০০:০৯:০৭
সংগঠনের জন্মদিনে প্রাণপ্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা 

সমরেন্দ্র বিশ্বশর্মা : বাংলাদেশ যুব মহিলালীগ ২০০২ সালে রাজনীতির কঠিন দূর্যোগপূর্ণ সময়ে আত্মপ্রকাশ করেছিল। এই সংগঠনের জন্ম দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ে এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন, রাজপথের সাহসী নারী, ভাটি বাংলার অগ্নিকন্যা হিসেবে খ্যাত সাবেক এম.পি বাংলাদেশ যুব মহিলালীগের বর্তমান সাধারন সম্পাদক অধ্যাপক অপু উকিল। 

সেই থেকেই জেল জুলুম অত্যাচার সহ্য করে কঠিন লড়াই সংগ্রামের মাধ্যমে সাফল্যের সিড়ি বেয়ে আজ সংগঠণের ১৭ তম জন্মদিনে পা রেখেছেন।

গণতান্ত্রীক আন্দোলনের সফল সংগ্রামের ইতিহাস গাঁথা এই যুব মহিলালীগের জন্মদিনে আজ গণভবনের গিয়ে প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান, অধ্যাপক অপু উকিল।

এসময় তারা শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, আপনার দিক নির্দেশনায় বাংলাদেশ যুব মহিলালীগ প্রতিটি গণতান্ত্রীক আন্দোলন, নারী জাগরণ ও রাজপথের লড়াই সংগ্রামে সাহসিকতার সঙ্গেই পথ চলবে। দেশের আর্থসামাজিক উন্নয়নে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের কথা বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে যুব মহিলালীগের নেতাকর্মীরা।

(এসবি/এসপি/জুলাই ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test