E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ছুরিকাঘাতে এক কলেজ খুন, আটক ১ 

২০১৯ জুলাই ০৭ ২৩:৪৯:২০
মাগুরায় ছুরিকাঘাতে এক কলেজ খুন, আটক ১ 

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের মর্ডান মোড়ে গতকাল রবিবার দুপুরে লিসান ফকির(১৮) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত যুবক। এসময় লিসানকে ঠেকাতে গিয়ে দিপু নামে তার বন্ধু আহত হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লিসান সদরের আঠারো খাদা মটবাড়ি গ্রামের রফিকুুল ইসলাম ফকিরের ছেলে। লিসান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্র। পুলিশ রবিন শেখ নামের এক যুবককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান- রবিবার দুপুরে লিসান ও তার বন্ধুরা মটরসাইকেল যোগে শিবরামপুর মর্ডান মোড়ে পৌঁছালে শিবরামপুর গ্রামের টিপু মোল্যার পুত্র সোহেল গতিরোধ করে কিছু বুঝে উঠার আগেই লিসানের পেটে উর্পযু পরিমানে ছুরিকাঘাত করে। এ সময় তার বন্ধু দিপু ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় সোহেল।

হাসপাতালে চিকিৎসাধীন আহত দিপু জানান, রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে লিসান ও তার বন্ধুরা মটরসাইল যোগে শিবরামপুর মর্ডান মোড় এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় এক যুবক তাদের মটর সাইকেলের গতিরোধ করে। ওই যুবকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে লিসানের পেটে ছুরিকাঘাত করে। লিসানকে বাচাঁতে গেলে ওই যুবক দিপুকে ছুরি দিয়ে পিঠের ডান পাশে আঘাত করলে রক্তত জখম হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা লিসানকে মৃত ঘোষণা করেন।

কে এই সোহেল ঃ সোহেলের বাবা টিপু মোল্যা ও চাচা লিপু মোল্যা আদি নিবাস ছিলো মাগুরার হাজীপুর গ্রামে। এর পর সোহেলের দাদার চাকরির সুবাদে যশোরে রসবাস করতে শুরু করেন। যশোরে বসবাসকালীন সময়ে এপরিবারের সদস্যরা মার্ডারসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত হওয়ায় সেখান থেকে চলে আসেন মাগুরার শিবরামপুরে। এখানেও তারা বিভিন্ন অপরাধে জড়িত হওয়ায় এর আগেও তাদের বাড়িতে পুলিশ গিয়েছে বলে জানা গেছে। তবে সোহেলের চাচা লিপু মোল্যা এক জন দাগী আসামী বলে পুলিশ জানায়।

মাগুরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান- আসামী সোহেলের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল আটকের প্রক্রীয়া চলছে। এব্যাপারে রবিন শেখ নামের এক যুবক আটক হয়েছে। আটক রবিন মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের মধ্যপাড়ার রেজাউল শেখের পুএ।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, হত্যার প্রকৃত কারণ খুজে বের করার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে।

(ডিসি/এসপি/জুলাই ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test