E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে মানববন্ধন

২০১৪ জুলাই ২৯ ১২:৫০:২৪
গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে মানববন্ধন


নরসিংদী প্রতিনিধি : গাজায় ইসরায়লের বর্বরোচিত হামলার প্রতিবাদে নরসিংদীতে ঈদ জামাত শেষে মুসুল্লিরা মানব-বন্দন করেছে। মঙ্গলবার সকালে নরসিংদীর গাবতলী মাদ্রাসা ময়দানে বিখ্যাত আলেম-ওলামা ও মুসুল্লিদের সাথে মানব বন্দনে অংশ নেয় পানি সম্পদ প্রতি মন্ত্রী নজরুল ইসলাম হীরু এমপি।

এসময় মন্ত্রী বলেন, গাজায় নির্বিচারে হামলা চালিয়ে শিশু ও প্রতিবন্ধী সহ শত শত নারী-পুরুষকে হত্যা করা হচ্ছে এটা মানবাধিকারের চরম লঙ্গন। অবিলম্বে গাজা থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহার সহ বর্বরোচিত নর হত্যা বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম সায়েদ কামালউদ্দিন জাফরী বলেন, ফিলিস্তিনের গাজা আজ ইসরায়েলী ট্যাঙ্ক ও বোমা হামলায় মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। ধংসস্তুপের নীচে পড়ে আছে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর লাশ। এর দায় থেকে ইসরায়েইকে ইতিহাস কখনোই ক্ষমা করবেনা। মানব-বন্ধনে সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী সহ সর্বস্তরের মানুষ ঘৃনা ও নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করার জন্য আন্তর্জাতি সম্প্রদায়ের কাছে আহবান জানান।

(এলবি/এটিআর/জুলাই ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test