E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে সাজাপ্রাপ্তদের বাড়িতে বিএনপির ঢাকার আইনজীবীদল

২০১৯ জুলাই ০৯ ২৩:১৩:৩৮
ঈশ্বরদীতে সাজাপ্রাপ্তদের বাড়িতে বিএনপির ঢাকার আইনজীবীদল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শেখ হাসিনার ট্রেনবহরে মামলার রায়ে সাজাপ্রাপ্তদের বাড়ি বাড়ি যেয়ে উচ্চ আদালতে আইনী সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বিএনপি’র ঢাকার আইনজীবঅ দল। মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মাদ হেলাল উদ্দিনের নেতৃত্বে ঢাকা হতে বিএনপির আইনজীবিদের এই প্রতিনিধিদল সাজাপ্রাপ্ত বিএনপির ৪৭ নেতাকর্মীদের বাড়ি গিয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দিয়েছেন।   

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ঈশ^রদী বিএনপির ৪৭ নেতাকর্মীর মামলাকে নিজের পরিবারের সদস্যদের মামলা বলে
এসময় ব্যারিষ্টার মীর মোহাম্মাদ হেলাল উদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলা নিয়ে তদারকি করছেন। উচ্চ আদালতে মামলার যাবতীয় খরচ ব্যক্তিগতভাবে বহন করাসহ আনুসাঙ্গিক বিষয়ে তদারকি করবেন তারেক রহমান। তারেক রহমানের এই বার্তাটি দিতেই ঢাকা থেকে আমরা আপনাদের বাড়িতে এসেছি বলে তিনি জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের পরিবার ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই মামলা পরিচালনার জন্য একটি টাকাও পরিবার থেকে খরচ হবে না। মামলার জন্য কাউকে কোন টাকা না দেয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন, এই মামলার সকল ব্যয় দলের পক্ষ থেকে বহন করা হবে। তারেক রহমান এই মামলাটি নিজের পরিবারের সদস্যদের মনে করে কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন । পর্যায়ক্রমে বিএনপির কেন্দ্রীয় নেতারা আপনাদের নিকট আসবেন। যোগাযোগ রাখবেন। বিচলিত হবেন না। ধৈর্য্য হারাবেন না। হাইকোর্টে জামিনের জন্য নিন্ম আদালতের রায়ের কপি ইতোমধ্যে ঢাকাতে পৌঁছে গেছে।

ব্যারিষ্টার মীর মোহাম্মাদ হেলাল উদ্দিনের নেতৃত্বে অন্যান্য আইনজীবিদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ব্যারিষ্টার সাইফুর রহমান, এডভোকেট নিপূণ রায়, এডভোকেট গোলাম আক্তার জাকির, এডভোকেট ওয়াবেদ রহমান চন্দ্র, এডভোকেট আরিফা সুলতানা রুমা, এডভোকেট লুবণা, এডভোকেট রওশন আক্তার, এডভোকেট আফরোজ। পাবনা হতে আইনজীবিদের প্রতিনিধি দলকে সমন্বয় করেন এডভোকেট মাসুদ খন্দকার, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম।

এছাড়া বিএনপির স্থানীয়দের মধ্যে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এসএম ফজলুর রহমান, সহ সাধারণ সম্পাদ আমিনুর রহমান স্বপন, যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, পাবনা ছাত্রদলের সভাপতি হিমেল রানা সুইট, ঈশ্বরদী ছাত্রদল নেতা মেহেদী হাসানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসংগত, ১৯৯৪ সালে ঈশ্বরদী জংশন স্টেশনে আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে হামলার রায়ে গত ৩ জুলাই পাবনার স্পেশাল ট্রাইবুনালে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৩(ক) ধারা মতে ঈশ্বরদীর বিএনপির ৯ নেতাকে ফাঁসি, ২৫জনকে যাবজ্জিবন ও ১৩ জন ১০ বছরের সশ্রম কারা ও অর্থ দন্ডের আদেশ দেয়া হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মঙ্গলবার উচ্চ আদালতে আইনি সহযোগিতার বার্তা নিয়ে আসেন দলীয় আইনজীবিদের একটি প্রতিনিধি দল।

(এসকেকে/এসপি/জুলাই ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test