E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুজানগরে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার গেদালাল নিহত

২০১৯ জুলাই ১০ ১৭:৩৯:৪১
সুজানগরে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার গেদালাল নিহত

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম উরফে গেদালাল (৩৫) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। 

পুলিশের দাবি তার বিরুদ্ধে খুন, ডাকাতি, নাশকতা সহ একাধিক মামলা রয়েছে। সে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর ইদগাহ মাঠের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে বুধবার ভোররাতে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গেদালালের সহযোগীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এরই একপর্যায়ে সাইফুল ইসলাম ওরফে গেদালাল পুলিশের কাছ থেকে দৌড়ে পালাতে গিয়ে গুলাগুলিতে সে আহত হয়। এ সময় গেদালালের সহযোগিরা পালিয়ে যায়। পরে গেদালালকে উদ্ধার করে সুজানগর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাত ৪টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত সাইফুল ইসলাম গেদালাল এর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সুজানগর থানা পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান এ ঘটনায় আমজাদ হোসেন ও রুহুল ইসলাম নামে সুজানগর থানা পুলিশের দুই সদস্য আহত হয়। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, কার্তুজ, হাসুয়া, ড্যাগার, কিরিচ, প্লাস ও টর্চ লাইট সহ দেশিয় অস্ত্র উদ্ধার করে।

পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, বন্দুকযুদ্ধে নিহত সাইফুল ইসলাম ওরফে গেদালাল একজন আন্তঃজেলা ডাকাত দলের নেতা।

উল্লেখ্য, সম্প্রতি সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের শ্রী সনত কুমারের বাড়ী সহ ওই ইউনিয়নের বেশ কয়েকটি বাড়ী ডাকাতির ঘটনা ঘটার পরই এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো।

(এস/এসপি/জুলাই ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test