E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় কালের কন্ঠের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা ৮ বছর পর প্রত্যাহার

২০১৯ জুলাই ১০ ১৮:০৪:৩৯
নওগাঁয় কালের কন্ঠের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা ৮ বছর পর প্রত্যাহার

নওগাঁ প্রতিনিধি : কালের কন্ঠে প্রকাশিত একটি সংবাদে সংক্ষুব্দ হয়ে দায়ের করা একটি মানহানি মামলা দীর্ঘ ৮ বছর পর প্রত্যাহার করে নিয়েছেন মামলার বাদী নওগাঁর মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা ডাঃ ইকরামুল বারী টিপু।

বুধবার মামলার ধার্য তারিখে তিনি নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ২ এর বিজ্ঞ বিচারক সিরাজুল ইসলামের আদালতে স্বশরীরে হাজির হয়ে মামলাটি প্রত্যাহার করে নেন।

২০১১ সালে দৈনিক কালের কন্ঠে প্রকাশিত একটি সংবাদে সংক্ষুব্দ হয়ে বিএনপি নেতা ডাঃ ইকরামুল বারী টিপু বাদী হয়ে মান্দা উপজেলার বিএনপি’র তৎকালীন সহ-সভাপতি শ্রী মনোজিৎ কুমার সরকার, কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও কালের কন্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিমের বিরুদ্ধে নওগাঁ’র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত-২ এ ৫০০ ধারায় একটি মানহানি মামলা দায়ের করেন।

মামলাটি প্রায় ৮ বছর ধরে চলছিল। অবশেষে মামলার বাদী ডাঃ ইকরামুল বারী টিপু ১০ জুলাই বুধবার ধার্য তারিখে মামলাটি প্রত্যাহার করে নেন। ধার্য্য তারিখে মামলাটি পরিচালনা করেন বাদী পক্ষে এ্যাডভোকেট সাজেদুর রহমান বুলু এবং বিবাদী পক্ষে এ্যাডভোকেট মহসীন রেজা।

(বিএম/এসপি/জুলাই ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test