E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে যুবদল নেতাদের গাড়িতে দূর্বৃত্তের হামলাা

২০১৯ জুলাই ১০ ২১:৫৯:৪৩
ঈশ্বরদীতে যুবদল নেতাদের গাড়িতে দূর্বৃত্তের হামলাা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : কেন্দ্রীয় ও পাবনা জেলা যুবদলের নেতাদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা হামলার অভিযোগ পাওয়া গেছে। 

যুবদল নেতারা জানান, এসময় গাড়ির সামনের ও জানালার গ্লাস ভাংচুর করা হয়। মাইক্রোবাসে থাকা ১০ যুবদল নেতা-কর্মীর মধ্যে পাঁচজন আহত হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

যুবদলের পাবনা জেলা সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু বলেন, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে ঈশ্বরদীতে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন।

ঢাকা কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নুুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মামুন ঈশ্বরদীতে যাচ্ছিলেন। পথিমধ্যে আমাদের বহনকারী গাড়িটি ঈশ্বরদী পৌর এলাকার রেলগেট এলাকায় পৌছিলে অতর্কিতে একদল দূর্বৃত্ত লাঠিসোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়িতে হামলা চালায়। তবে কারা হামলা চালিয়েছে তাৎক্ষনিক তাদের চেনা যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, একটি গাড়ি ভাংচুরের কথা শুনেছি, তবে কে বা কারা কাদের গাড়িতে হামলা করেছে তা জানা যায়নি। এবিষয়ে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি বলে তিনি জানিয়েছেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান এই হামলা প্রসংগে সাহাপুরের প্রতিবাদ সভায় যুবলীগের নেতা-কর্মীদের দ্বারা হামলা সংঘঠিত হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, দন্ডপ্রাপ্তদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার সময় যুবদলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে বলে তিনি জানিযেছেন।

এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল বলেন, যুবলীগের কোন নেতা-কর্মী কোথায়ও কোন হামলা করেনি। বরাবরের মতো বিএনপি মিথ্যাচার করছে।

(এসকেকে/এসপি/জুলাই ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test