Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মহিলা নিহত

২০১৯ জুলাই ১২ ১৮:১২:২৬
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মহিলা নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রু‌হিয়া থানার ঘ‌নিম‌হেষপুর (নি‌রি‌বি‌লি পাড়া) এলাকায় ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে।শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আইয়ুব আলী জানান, পঞ্চগড় থে‌কে ঠাকুরগাঁও ফির‌তি ট্রে‌ন পঞ্চগড় এক্সপ্রেসে চাপা পড়ে মোছা: মনুরা বেগম নামের এক মহিলা নিহত হয় । তার আনুমানিক বয়স ৫০ বছর ।

ঘ‌নিম‌হেষপুর (নি‌রি‌বি‌লি পাড়া) এলাকায় র‌ফিকুল ইসলাম (মেম্বার) জানান, বা‌ড়ি সংলগ্ন রেলক্র‌সিং‌য়ে ছাগল বাঁচা‌তে গে‌লে ট্রেনের ধাক্কায় সে নিহত হয় । এসময় কয়েকজন পথচারী তাকে মৃত অবস্থায় উদ্ধার ক‌রে ।

রু‌হিয়া থানার ওসি প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তাকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

(এফ/এসপি/জুলাই ১২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test