E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে গরিব অসহায় মানুষের নামে ৮৩টি মামলা দিয়ে হয়রানি

২০১৯ জুলাই ১৩ ১৬:১৫:৩২
বাগেরহাটে গরিব অসহায় মানুষের নামে ৮৩টি মামলা দিয়ে হয়রানি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে এক লুৎফর রহমান নকীব ওরফে লাল ডাকাত নামে এক ব্যক্তি এলাকার গরিব অসহায় মানুষদের নামে ৮৩টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। এই মামলাবাজের হাত থেকে রক্ষা পেতে শনিবার দুপরে বাগেরহাট প্রেসক্লাবে আহুত এই সংবাদ সম্মেলনে এলাকাবাসির পক্ষে এসব অভিযোগ করেন মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিয়াউর রহমান।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের লুৎফর রহমান নকীব ওরফে লাল স্বাধীনতা যুদ্ধ চলাকাল থেকে শুরু করে ১৯৮৫ সাল পর্যন্ত ডাকাতি কওে রেকর্ড সৃষ্টি করেন। এরপরও তিনি কৌশলে মুক্তিযোদ্ধা বনে গেছেন। স্বাধীনতার পর ডাকাত হিসেবে পুলিশের তাড়া খেয়ে এলাকায় টিকতে না পেরে মোরেলগঞ্জ উপজেলার বৌলতলী-নাজিরদিয়া গ্রামের বিয়ে করে ঘরজামাই হিসেবে গোপনে বসবাস শুরু করেন।

১৯৮৫ সালের দিকে ডাকাতি পেশা ছেড়ে দিলেও মানুষ তার হাত থেকে মুক্তি পায়নি। এরপর তিনি এলাকার গরিব মানুষের জমি জবর দখল ও হয়রানী শুরু করেন। জীবিকার তাগিদে এই এলাকার মানুষ জেলার বাইরেও কাজের সন্ধানে যান। আর সেখান থেকে ফিরে দেখেন তাদের জমি দখল করে নিয়েছে ওই লুৎফর রহমান নকীব ওরফে লাল ডাকাত। আর প্রতিবাদ করলেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেন তিনি।’

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ‘এই পর্যন্ত মামলাবাজ লুৎফর রহমান নকীব ওরফে লাল ডাকাত এলাকার গরিব অসহায় মানুষগুলোর নামে ৮৩টি মিথ্যা মামলা দিয়েছে। আর এর অধিকাংশ মামলাই আদালত অসহায় নিরিহ এসব আসামীদের খালাস দিয়েছে। শুধু তাই নয় এই এলাকার সরোয়ার শিকদারের পক্ষে মামলা পরিচালনা করায় বাগেরহাট জেলা জজ আদালতের দুইজন আইনজীবীর নামেও তিনি মিথ্যা চাঁদাবজি মামলা দিয়েছিলেন। কিছু দিন আগে তিনি একটি সরকারী রাস্তা দখল করে সেখানে বেড়া দিয়েছেন ও মাটি কেটে ফেলেছেন। ফলে ১০টি পরিবার গৃহবন্ধি হয়ে পড়েছে। এলাকায় তার শালিস-বিচার কেউ করতে চান না। কারণ তিনি কাউকেই মানেন না। শুধু একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাই তার কাজ।

আর এসবের প্রধান হাতিয়ার তিনি একজন মুক্তিযোদ্ধা। এই হাতিয়ারকে ব্যবহার করে প্রশাসনের থেকে বিভিন্ন সুযোগ নিয়ে স্টিম রুলার চালাচ্ছেন সাধারন মানুষের উপর। বৈলতলী-নাজিরদিয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের পরিবারটিও তার নির্যাতন থেকে রক্ষা পায়নি। নিরুপায় হয়ে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের স্ত্রী বিভিন্ন সরকারী দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এসময় ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে লুৎফর রহমান নকীব লাল বলেন, তার বিরুদ্ধে করা সকল অভিযোগ ভিত্তিহীন ও অসত্য।

(এসএকে/এসপি/জুলাই ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test