E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ছেলে ধরা গুজবে কান দিবেন না’

২০১৯ জুলাই ১৩ ১৭:৫৫:১৫
‘ছেলে ধরা গুজবে কান দিবেন না’

নওগাঁ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ইস্যু ছেলে ধরা গুজবে কাউকে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন আত্রাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোসলেম উদ্দিন। এ পর্যন্ত ছেলে ধরার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তাই এ ধরনের গুজবে কান না দেয়ার জন্য তিনি সকলকে আহবান জানান। 

শনিবার সকালে তার নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথাগুলো বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছেলে ধরা গুজব নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একদল দুষ্টবুদ্ধিসম্পন্ন চক্র দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে, তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এতে করে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যদি বিষয়টি সত্য হতো তাহলে জাতীয় গনমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গনমাধ্যমে তা উঠে আসতো। তাছাড়া বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা পদ্মাসেতু নির্মান প্রকৌশলীদের সাথে আলাপ করেছেন।

তারা বিষয়টি মিথ্যা আখ্যা দিয়ে বলেন, যে বা যারা এবিষয়ে সমাজ তথা দেশে আতঙ্ক সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেন তারা।

যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনাসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। পরিশেষে আত্রাইয়ে আইন-শৃ্খংলা রক্ষায় বিশেষ করে ধর্ষণ, মদ, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগীতা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

(বিএম/এসপি/জুলাই ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test